হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দানবের মতো এ কী টেনে নিয়ে গেল! দঃ ২৪ পরগনার এই এলাকায় বিভীষিকা কাণ্ড

Sundarbans: দানবের মতো এ কী টেনে নিয়ে গেল! দঃ ২৪ পরগনার এই এলাকায় বিভীষিকা কাণ্ড

সুন্দরবনে ফের বাঘের হানা।

সুন্দরবনে ফের বাঘের হানা।

Sundarbans: স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নদীতে ভাটা থাকার কারণেই নৌকাটি ধীর গতিতে চলছিল।

  • Share this:

সুন্দরবন: সুন্দরবনে ফের বাঘের হানা। কাকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে এক মৎস্যজীবী। সুন্দরবনে কোস্টাল থানার অন্তর্গত সাত জেলিয়া গ্রাম থেকে সঙ্গীদের নিয়ে ঝিলা ৫ নম্বর জঙ্গলের কাছে মাছ, কাঁকড়া ধরতে যান ননীগোপাল মণ্ডল। তখনই বাঘের হামলার মুখে পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সঙ্গীদের সঙ্গে ঝিলা জঙ্গলের কাছে দাঁড় টানা নৌকা নিয়ে ফিরছিলেন ননীগোপাল মণ্ডল সহ তাঁর দুই সঙ্গী। আচমকায় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে নৌকা থেকেই ননীগোপালকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে কোনওরকমে ননীগোপালকে উদ্ধার করে নিয়ে আসেন।তবে নিয়ে আসলেও শেষ রক্ষা করতে পারেননি তাঁর সঙ্গীরা।

গুরুতর জখম ননীগোপালকে নৌকা করে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন তাঁর সঙ্গীরা। জানা গিয়েছে, নদী থেকে আসতে আসতে নৌকার মধ্যেই মারা যায় ননীগোপাল মণ্ডল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন, রোমহর্ষক অভিযান! ভিনরাজ্য থেকে উদ্ধার নাবালিকা

আরও পড়ুন, কাকড়াঁ ধরে আর ঘরে ফেরা হল না, জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, মৃত্যু মৎস্যজীবীর

তবে এই ঘটনা আলাদা করে তদন্ত করছে বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নদীতে ভাটা থাকার কারণেই নৌকাটি ধীর গতিতে চলছিল। ফলে সহজেই বাঘের হামলার মুখে পড়ে নৌকায় থাকা মৎস্যজীবীরা।

অনুপ বিশ্বাস
Published by:Suvam Mukherjee
First published:

Tags: Sundarbans, Tiger, Tiger attack