• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আবার কি ভেসে যাবে সব? সুন্দরবনে ফণীর আতঙ্ক ফেরাচ্ছে আয়লার স্মৃতি

আবার কি ভেসে যাবে সব? সুন্দরবনে ফণীর আতঙ্ক ফেরাচ্ছে আয়লার স্মৃতি

প্রথেকটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম, যার দায়িত্বে থাকবেন এই ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা।

প্রথেকটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম, যার দায়িত্বে থাকবেন এই ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা।

 • Share this:

  #সুন্দরবন: ফণীর আতঙ্ক আছে। তবে মাছ ধরা বন্ধ থাকায় খানিক স্বস্তিও মিলেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকায় ফণীর মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। সতর্ক করা হচ্ছে স্থানীয়দের।

  সরকারি অনুমতি না থাকায় বছরের এই সময়টা মাছ ধরা এবং মধু সংগ্রহ বন্ধই থাকে। তাই ফণীর সতর্কতা সত্ত্বেও খানিকটা স্বস্তিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন লাগোয়া মৎস্যজীবী ও মধু সংগ্রহকারীরা৷ সমুদ্রে থাকার আতঙ্ক নেই। তবে তাড়া করছে বাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা। হিঙ্গলগঞ্জ ব্লক এর সামশেরনগর, হেমনগর, কালিতলা সহ বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই অনেকে কাঁকড়া ধরতে বা মধু সংগ্রহে বেরোন। মাইকিং করে তাঁদের সতর্ক করছে প্রশাসন। শুধুমাত্র এলাকাবাসীকে সতর্ক করাই নয়। উদ্ধারকাজের জন্য মজুত রাখা হয়েছে সবরকম ব্যবস্থা। প্রস্তুত এনডিআরএফ-এর দুটি দলও।
  First published: