#হাওড়া: চিতায় আগুন দিতেই জীবিত হয়ে গেল মৃত| মৃত ব্যক্তি নাকি হাত পাও নাড়াচ্ছেন | খবর ছড়িয়ে পড়তেই দ্রুত চিতার আগুন নিভিয়ে চিতা থেকে নামিয়ে নিয়ে শুরু হল মৃত ব্যক্তির চিকিৎসা| কেউ হাতের তালু ও পায়ের চেটো মালিশ করতে শুরু করলেন| কেউ তো আবার একেবারে বুকের ওপর উঠে পাম্প করতে থাকলেন| এই বুঝি কথা বলে ওঠেন মৃত ব্যক্তি| তত ক্ষণে মৃত ব্যক্তির জীবিত হয়ে ওঠার খবর চাউর হতেই ভিড় জমতে থাকে শ্মশানে| মিনিট দশ-পনেরো ধরে চলে মৃতকে জীবিত করার সব রকম প্রচেষ্টা | অবশেষে নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স , দ্রুত গতিতে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়|
আরও পড়ুন - 'কেন বাচ্চার হাতে স্মার্টফোন দিলাম!' কেঁদে আত্মহারা মা এখন শুধু বিলাপ করছেন
নিয়ে যাওয়া হয় গাববেড়িয়া হাসপাতালে | সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিলেন ব্যক্তির মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা আগেই | তার বেঁচে ওঠার কোনও প্রশ্নই নাই | অগত্যা ফের মৃতদেহ নিয়ে পরিজনেরা ছোটেন শ্মশানে| ঘটনার সূত্রপাত জগৎবল্লভপুরের খদারঘাট এলাকার বাসিন্দা বছর ৭৫ এর জগা জানা, সকালে বাড়িতেই অসুস্থ হয়ে মারা যান | এর পর বেশ কয়েকঘণ্টা পর জগা বাবুর আত্মীয় পরিজনেরা নিয়ে আসেন জগৎবল্লভপুরের নিজবালিয়া শ্মশান ঘাটে | সেখানেই জগা বাবুর শেষকৃত্যের জন্য তোলা হয় কাঠের চিতায় | নিয়ম পালার পর দেওয়ায় হয় আগুন | সবে আগুন ধরেছে কাঠে | হটাৎ করেই এক ব্যক্তি চেঁচিয়ে ওঠেন, বেঁচে আছে বেঁচে আছে, হাত নড়ছে পা নড়ছে , বেশ আর কী তার পর যা শুরু হওয়ার হয় | আগুন নিভিয়ে চিতা থেকে নামিয়ে নেওয়া হয় দেহ | তাহলে কী সত্যিই দেহ নড়ে উঠেছিল না কি চোখের ভুল ছিল ? হাসপাতালের চিকিৎসকের দাবি | মৃত দেহ দীর্ঘক্ষণ ধরে রেখে দিলে, মৃতের শরীরের মাংসপেশি সংকোচিত হয় , সেই সময় মৃতদেহের হাত পা কিছুটা নড়াচড়া করে | আবার কাঠের চিতায় দেহ পোড়ানোর সময় কাঠ সরে গেলে অনেক সময় দেহ নড়তে দেখে |
Debashish Chakrabarty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah