বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৩০টি আসনে ভোট হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ৩০টির মধ্যে ২৬টি আসনে জিতবে বিজেপি। তবে অমিত শাহর এমন দাবিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা বলেছেন, বিজেপি রসগোল্লা পাবে। নন্দীগ্রামের হটসিটে এবার মমতা বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। আর এদিন শুভেন্দু দাবি করেছেন, প্রথম দফার ৩০টি আসনেই জিতছে বিজেপি।