হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিজেপির মঞ্চে প্রথমবার, আজ কী বলবেন শুভেন্দু অধিকারী

বিজেপির মঞ্চে প্রথমবার, আজ কী বলবেন শুভেন্দু অধিকারী

পুরোন দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'গরু পাচার হয়ে গেছে ধরাও পড়ে গেছে৷ অমিত শাহজি টাইট দিয়ে দিয়েছেন৷ রাস্তায় রাস্তায় তোলা তুলছে৷ পাথর, বালি, গরু, কয়লা সমস্ত পাচার হয়ে গেছে৷ এবার যদি জিততে পারে কিডনি পাচার বাকি আছে৷ এবার এদের বিসর্জন দিতে হবে৷'

পুরোন দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'গরু পাচার হয়ে গেছে ধরাও পড়ে গেছে৷ অমিত শাহজি টাইট দিয়ে দিয়েছেন৷ রাস্তায় রাস্তায় তোলা তুলছে৷ পাথর, বালি, গরু, কয়লা সমস্ত পাচার হয়ে গেছে৷ এবার যদি জিততে পারে কিডনি পাচার বাকি আছে৷ এবার এদের বিসর্জন দিতে হবে৷'

কী বলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কতটা ঝাঁঝ থাকে তাঁ গলায় সেদিকে চোখ থাকবে রাজনৈতিক মহলের।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপিতে যোগদানের পর প্রথমবার, আজ কেতুগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। কী বলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কতটা ঝাঁঝ থাকে তাঁ গলায় সেদিকে চোখ থাকবে রাজনৈতিক মহলের।

শনিবার অমিত শাহের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। বিজেপির ব্যাটন হাতে নিয়েই তাঁকে সুর চড়াতে দেখা যায়। উন্নয়ন থেকে সিন্ডিকেট, বিজেপির চেনা অস্ত্রেই তৃণমূলকে বিঁধতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। টেট নিয়ে সুর চড়ান তিনি। ভাইপো ব্যাঙ্গও শোনা যায় তাঁর মুখেও। শুভেন্দুর বডি ল্যাঙ্গুয়েজ, নতুন দলে তাঁর গুরুত্ব বুঝিয়ে দেয় একদিনে শুভেন্দু শিবির বদলাননি। ঠাণ্ডা মাথায় দীর্ঘদিনের প্রস্তুতি ছিল।

সোমবারও দিনভর রাজ্যরাজনীতি আবর্তিত হয়েছে তাঁকে সামনে রেখেই। সোমবার বিধানসভায় অধ্যক্ষ তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। অন্য দিকে অনেকটা তাঁর মডেলেই সকলকে চমকে দিয়ে শিবির বদল করেন সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। বিজেপি থেকে তৃণমূলে এলেন তিনি। তাঁর অভিযোগ দলের নেতৃত্বই নেই।

Published by:Arka Deb
First published:

Tags: Subhendu Adhikari, TMC