ক্লাসে বকুনি দেওয়ার শাস্তি, ছাত্রের মারে মাথা ফাটল শিক্ষকের

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

ক্লাসে বকুনি দেওয়ার শাস্তি। রাগে বেঞ্চের পায়া খুলে শিক্ষকের মাথায় ছুড়ে মারল ছাত্র।

  • Last Updated :
  • Share this:

    #মেদিনীপুর: ক্লাসে বকুনি দেওয়ার শাস্তি। রাগে বেঞ্চের পায়া খুলে শিক্ষকের মাথায় ছুড়ে মারল ছাত্র। পূর্ব মেদিনীপুরের এগরার ঝাটুলাল হাইস্কুলের ঘটনা। আহত শিক্ষকের মাথায় ছ'টি সেলাই পড়েছে। অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

    পূর্ব মেদিনীপুরের এগরার ঝাটুলাল হাইস্কুল। এই স্কুলেই বুধবার কম্পিউটার অ্যাপলিকেশনসের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক কেদার ঘড়ুই। ক্লাসে ছাত্রদের বকুনি দেওয়ার ফল পেতে হল কেদারবাবুকে। বেঞ্চের পায়া দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে।

    এদিন একাদশ শ্রেণির ক্লাসে গন্ডগোল করছিল জনাকয়েক ছাত্র। সেইসময় এক ছাত্রকে ক্লাসের বাইরে বেরিয়ে যেতে বলেন কেদারবাবু। প্রথমে ক্ষুব্ধ হয়ে উঠলেও পরে ক্লাস থেকে বেরিয়ে যায় ওই ছাত্র। এরপর vfশিক্ষক ক্লাস থেকে বেরোলে তাঁর মাথায় বেঞ্চের পায়া খুলে ছুড়ে মারে সে।

    আক্রান্ত শিক্ষককে এগরা হাসপাতালে নিয়ে যান অন্য শিক্ষকরা। তাঁর মাথায় ছ'টি সেলাই পড়েছে।

    অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

    শিক্ষকের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন বিশিষ্টজনেরা।

    আক্রান্ত শিক্ষক কেদার ঘড়ুই এখনও হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

    First published:

    Tags: Egra, Scolding, Student Thrashed Teacher, Teacher Beaten Up