হোম /খবর /হাওড়া /
কী রয়েছে স্কুলের শৌচালয়ে, চাইলেও ভয়ে ব্যবহার করতে পারে না পড়ুয়ারা

Howrah News: কী রয়েছে স্কুলের শৌচালয়ে, চাইলেও ভয়ে ব্যবহার করতে পারে না পড়ুয়ারা

 শৌচালয় ব্যবহারে  ছাত্র-ছাত্রীরা কড়া নিষেধাজ্ঞার মুখে

 শৌচালয় ব্যবহারে  ছাত্র-ছাত্রীরা কড়া নিষেধাজ্ঞার মুখে

Howrah News: স্কুলে রয়েছে শৌচালয়। তাও আবার একটা না দুটো। কিন্তু দুটি শৌচালয় থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারেননি স্কুলে পড়ুয়ারা। একাধিকবার ব্যবহার করতে গিয়ে হয়েছে ভয়ঙ্কর পরিণতি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: স্কুলে রয়েছে শৌচালয়। তাও আবার একটা না দুটো। কিন্তু দুটি শৌচালয় থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারেননি স্কুলে পড়ুয়ারা। একাধিকবার ব্যবহার করতে গিয়ে হয়েছে ভয়ঙ্কর পরিণতি। বাধ্য হয়েই খোলা আকাশের নীচেই শৌচকর্ম করতে হয় ছেলে-মেয়েদের। ইচ্ছে থাকলেও স্কুলের বাথরুম মুখো হতে ভয় পায় পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে এমনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের।

আর সকল ভোগান্তির কারণ হিসেবে অভিযোগের তির স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেপ দিকে। অভিযোগ, স্কুলের দুটি শৌচালয়ই ব্যবহার করত শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল তারা। সেই কারণেই দিনের পর দিন খোলা আকাশের নীচেই রাস্তায়, মাঠে-ময়দানে নোংরা জায়গায় গিয়ে শৌচকর্ম করত পড়ুয়ারা। এই নিষেধাজ্ঞা ছিল দীর্ঘদিনের। স্কুলের শৌচালয় ব্যবহার করলে পড়ুয়াদের শাস্তির মুখে পড়তে হয় বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

এমন ঘটনায় দীর্ঘদিন ধরে ঘটে চলায় পড়ুয়া ও তাদের পরিবারের মদ্যে ক্ষোভ জমছিল। প্রধান শিক্ষককে দীর্ঘদিন জানিয়েও কোন সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয়দের। শুধু শৌচালয় নয়, স্কুলের মিড ডে মিলও অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। যদিও স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা সকল অভিযোগ মানতে নারাজ। অভিভাবক ও পড়ুয়ারা ঘটনায় প্রধান শিক্ষকের বদলি ও প্রসাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

RAKESH MAITY

Published by:Sudip Paul
First published:

Tags: Howrah, Howrah news, School student, Toilet