Home /News /south-bengal /
Student Missing:বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ ছাত্র, চলছে তল্লাশি

Student Missing:বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ ছাত্র, চলছে তল্লাশি

সমুদ্রে স্নান করার সময় আচমকাই ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় দশ বছরের সাকিব লস্কর

 • Share this:

  #বকখালি: বকখালি সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ এক ছাত্র। জানা যায়, শিক্ষকের সঙ্গে বকখালি বেড়াতে এসেছিলেন ছাত্র, সমুদ্রে স্নান করার সময় আচমকাই ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় দশ বছরের সাকিব লস্কর।  দক্ষিণ ২৪ পরগনার উস্তির থানার বাসিন্দা সাকিব, গতকালই প্রাইভেট টিউটরের সঙ্গে জনা দশেক পড়ুয়া বকখালিতে বেড়াতে আসে। দুপুরে সমুদ্রে স্নান করতে নামে সবাই, এরমধ্যে সাকিবও ছিল। বাকি পড়ুয়ারা উঠে এলেও সাকিব ফেরেনি। শুরু হয় খোঁজাখুঁজি। সন্ধ্যা পর্যন্ত না পেয়ে রাতে ফ্রেজারগঞ্জ উপকূল থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক। রাতেই সমুদ্রে তল্লাশি চালায় পুলিশ। আজ সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে।

  চলতি বছরের অন্যদিকে, চলতি বছরের এপ্রিল মাসেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরে কয়েক জন সহপাঠীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান কিশোর এবং তার এক বন্ধু। মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তর বন্দর থানা এলাকার বাজেকদমতলা ঘাটে। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও দুই কিশোরের সন্ধান মেলেনা।

  Biswajit Halder

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Bakkhali

  পরবর্তী খবর