হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দমদমের বোর্ডিং স্কুল থেকে নিখোঁজ দুই ছাত্র, উদ্বেগে পরিবার

Student Missing: দমদমের বোর্ডিং স্কুল থেকে নিখোঁজ দুই ছাত্র, উদ্বেগে পরিবার

দমদমের কুমার আশুতোষ বোডিং স্কুল থেকে নিখোঁজ সপ্তম শ্রেণীর দুই পড়ুয়া

  • Last Updated :
  • Share this:

#দমদম: দমদমের কুমার আশুতোষ বোডিং স্কুল থেকে নিখোঁজ সপ্তম শ্রেণীর দুই পড়ুয়া। একজনের নাম সুজিত রায়, অন্যজন প্রশান্ত বিশ্বাস। জানা গিয়েছে, সুজিতের বাড়ি আনোয়ার শাহ রোডে, অন্যদিকে প্রশান্ত নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। নিখোঁজ প্রশান্ত বিশ্বাসের পরিবারের দাবি, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্কুল থেকে ফোন করে জানানো হয়, বিকেল চারটে নাগাদ স্কুল ছুটি হওয়ার পর থেকে প্রশান্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরেই প্রশান্তর পিসেমশাই স্কুলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। এই বিষয়ে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচ তলা স্কুলের পঞ্চম তলায় বোডিংয়ের ব্যবস্থা রয়েছে। সেখানে থেকেই স্কুলে পড়াশুনা করত নিখোঁজ দুই ছাত্র, এমনটাই স্কুল ও পরিবার সূত্রে খবর। দমদমের এই বোডিং স্কুলে প্রায় ৪৫ জনের মত আবাসিক ছাত্রছাত্রী থাকেন।

এই মুহূর্তে স্কুলের দুই জন কর্মচারী দমদম জিআরপিতে গিয়েছেন প্রশান্তর পরিবারের সদস্যকে নিয়ে।সোমবার স্কুলের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে বাকি পড়ুয়াদের দেখা গেলেও, নিখোঁজ দুই ছাত্রই নেই। স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দাবি, '' অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরে গিয়েছে, পরে তাদের পাওয়া গিয়েছে। এই ক্ষেত্রে ঠিক কী হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।''

Anup Chakraborty
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Student Missing