#বারুইপুর: রবিবার রাতের প্রবল দুর্যোগ প্রাণ কাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর৷ বাজ পড়ে মৃত্যু হল বারুইপুরের কুড়ালির যুবতীর৷ বাজের আঘাতে পুড়ে যায় শরীরের প্রায় সব অংশ৷ হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর৷
বারুইপুরের কুড়ালিতে টালির চালের বাড়িতে বসবাস করত ওই মাধ্যমিকের ছাত্রী৷ রবিবার রাতে ব্যাপক বাজ পড়ছিল৷ বাজের আঘাতে টালির চাল ঝলসে ওঠে৷ আগুনে পুড়ে যায় ওই ছাত্রী৷
প্রায় ঝলসে যাওয়া অবস্থায় তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যেতে যেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে৷ চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baruipur, Kolkata Weather, Thunder Storm