Home /News /south-bengal /

পুজোয় দীর্ঘসময় লোডশেডিংয়ের আশঙ্কা! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভে ৩৫০০ শ্রমিক

পুজোয় দীর্ঘসময় লোডশেডিংয়ের আশঙ্কা! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভে ৩৫০০ শ্রমিক

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

লাগাতার এই ধর্মঘটের জেরে পুজোর মুখে বড়সড় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে আগামী দিন।

  • Share this:

২৪ ঘন্টা পরেও আন্দোলন থেকে পিছু হটল না আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ও ছুটি সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা চালুর দাবিতে ৭২ ঘন্টা বন্ধের ডাক দেয় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৩৫০০ হাজার ঠিকা শ্রমিক।

গত কাল সকাল থেকে কারখানার তিনটি গেটের সামনে বসে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষভ শুরু করেন ঠিকা শ্রমিকেরা।গতকাল বিষয়টি নিয়ে রিজিওনাল লেবার কমিশনার এর অফিসে বৈঠকে যোগ দেন শ্রমিকেরা,তবে সেখানে আশানুরূপ কেনও উত্তর না পাওয়ায় আজ সকাল থেকে ফের আন্দোলনে যোগদেয় শ্রমিকেরা।

লাগাতার এই ধর্মঘটের জেরে পুজোর মুখে বড়সড় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে আগামী দিন।দামোদর ভ্যলি কর্পোরেশন পরিচালিত এই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র।

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট আটটি ইউনিট থেক প্রতিদিন বিদ্যুৎ উৎপন্ন হয় ২৩৪০ মেগাওয়াট।ঠিকা শ্রমিকদের লাগাতার এই আন্দোলন জারি থাকলে আগামী দিন বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি শ্রমিকদের বিষয় টি নিয়ে ভাবনা চলছে।তবে এখনি ক্ষতির মুখে পড়ার কোনও বিষয় নেই।

#Mritunjoy Das

Published by:Arka Deb
First published:

Tags: Mejia thermal power station

পরবর্তী খবর