#বীরভূম: পশ্চিমবঙ্গে প্রথম কোন পথ কুকুরের শরীরে রক্ত দেওয়া হল রক্ত দাতার মাধ্যমে। দুটি অসুস্থ পথ কুকুরের শরীরে রক্ত দেওয়া হল অন্য দুই পথ কুকুরের শরীর থেকে রক্ত নিয়ে , পুনে থেকে নিয়ে আসা প্রাণীদের জন্য রক্ত সংগ্রহের বিশেষ ব্যাগের মাধ্যমে। বীরভূমের সিউড়ি সরকারি প্রাণী হাসপাতালে সারারাত ধরে চলল এই অসাধ্য সাধন।
আরও পড়ুন: সশরীরে নেই, 'বড়দার ছায়া' সঙ্গী করেই ভবানীপুরের যুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়াল!
আগে থেকে ঠিক করে রাখা ছয় রক্তদাতা কুকুরকে আনা হয়। রক্তের ক্রশ ম্যাচিং করে দেখা যায় দুই সারমেয়র শরীরের রক্ত নেওয়া যাবে। কাজ শুরু হয় এরপরই। এক জনের শরীর থেকে রক্ত নিয়ে ভরা হয় বিশেষ রক্ত সংগ্রহের ব্যাগে , তারপর তা দেওয়া হয় গ্রহিতাকে। এই ভাবেই দুই রক্তদাতার থেকে রক্ত নিয়ে দেওয়া হয় দুই অসুস্থকে।
রাত জেগে প্রাণী হাসপাতালের চিকিৎসক , কর্মী , সিউড়ি নির্বাকন্নের সদস্যরা করলেন এই অসাধ্য সাধন। নজির সৃষ্টি হল পশ্চিমবঙ্গের বুকে। রক্তদাতা ও গ্রহিতারা ভালো রয়েছে সবাই। নির্বাকন্ন সেচ্ছাসেবী সংস্থার পক্ষে অপর্ণা দাস জানিয়েছেন, একটি মাইলস্টোন তৈরি হল, এই ভাবে চললে বহু অবলার প্রাণ বাঁচবে। সিউড়ি প্রানী হাসপাতালের ডাক্তার সৌরভ কুমার জানিয়েছেন, ব্লাড ব্যাগের সমস্যা ছিল বলে একটু দেরি হল। কিন্তু অসাধ্য সাধন হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Street Dogs