• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • এখানে প্রেমকে রক্ষা করতেই প্রতিষ্ঠিত মা কালী

এখানে প্রেমকে রক্ষা করতেই প্রতিষ্ঠিত মা কালী

এখানে প্রেমকে রক্ষা করতেই প্রতিষ্ঠিত মা কালী

এখানে প্রেমকে রক্ষা করতেই প্রতিষ্ঠিত মা কালী

এখানে প্রেমকে রক্ষা করতেই প্রতিষ্ঠিত মা কালী

 • Share this:

   #বর্ধমান: মালা গেঁথে তৈরি হয়েছিল কালীপুজোর গাথা। গোপন প্রেমকে রক্ষা করেছিলেন মা কালী। বিদ্যা আর সুন্দর একে অন্যের পরিপূরক হয়েছিলেন। সেই থেকে বর্ধমান শহর সংলগ্ন দামোদর তীরে কালীমন্দির পায় বিদ্যাসুন্দরের নাম। মায়ের নির্দেশেই বন্ধ হয়েছিল নরবলি।

  ঘন জঙ্গলে ঘেরা এক কালীমন্দির। প্রণাম ঠুকে লুঠপাটে বেরোত ডাকাতরা। কান পাতলে মন্দির ঘিরে শোনা যায় বিভিন্ন লোককথা। দিনের বেলায় সুন্দর নামের এক তরুণ পূজারী উপাসনা করতেন মা'কালীর। তাঁর সঙ্গে রাজকন্যা বিদ্যার প্রেমকাহিনী। বর্ধমান শহর সংলগ্ন দামোদর তীরে তেজগঞ্জে জঙ্গল থেকে রাজপ্রাসাদ পর্যন্ত প্রেমের পথটা সহজ ছিল না। আর সেই প্রণয়ের গল্পই আজকের পূজার প্রেক্ষাপট।

  শোনা যায় ডাকাতদের শুরু করা নরবলি দেবীর নির্দেশেই বন্ধ করে েদন রাজা। তবে পুজোর আয়োজনের বাহুল্য আজও অঢেল। বিদ্যার গাঁথা মালায় হৃদয়ে মৃদুমন্দ দোলা লেগেছিল সুন্দরের। আবার প্রেয়সীর কাছে পৌঁছতে গোপনে রোম্যান্সের মালা গেঁথেছিলেন সুন্দর। প্রেমের শক্তিকে পূর্ণতা দিয়েছিল মাতৃশক্তি। সেই শক্তির আরাধনায় মেতে ওঠে বিদ্যাসুন্দর কালীমন্দির।

  First published: