হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাস্তাশ্রী-পথশ্রীতে আপনার জেলায় কোথায় কোন রাস্তা হচ্ছে? জেনে নিন...

West Bengal Government Schemes|| রাস্তাশ্রী-পথশ্রীতে আপনার জেলায় কোথায় কোন রাস্তা হচ্ছে? জেনে নিন...

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

West Bengal Government Schemes: রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের দক্ষিণ ২৪ পরগণা জেলায় কোথায় কোন রাস্তা হচ্ছে রইল তার বিবরণ। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বারুইপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনা কোথায় কোন রাস্তা হচ্ছে রইল তার বিবরণ। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প নিয়ে জানালেন রাজ্যের সাংসদ ও মন্ত্রীরা।

দক্ষিণ ২৪ পরগণার ৫টি মহকুমা আলিপুর, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, বারুইপুর ও ক্যানিংয়ের ২৯টি ব্লকে ২১৫০ টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ করা হবে। যার মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিলোমিটার। এই প্রকল্প রূপায়নে প্রায় ৫৯৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ব্যয়ের সম্পূর্ণই রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ পয়লা বৈশাখে দোকানে দোকানে প্রচলিত হালখাতা উৎসব, কেন হয় এই অনুষ্ঠান? জানুন

এ দিন বারুইপুর সোনার তরীতে কমপ্লেক্সে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার সাংসদ ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, পরিবহন দফতরের মন্ত্রী দিলীপ মণ্ডল, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগম, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র।

শুভাশিস চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি জনমুখী করতে। পঞ্চায়েত ও সামনে লোকসভা ভোট আমাদের হাতিয়ার তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী প্রকল্পগুলি জনসাধারণের সঙ্গে তুলে ধরা। কেন্দ্রের বঞ্চনাতে শিকার হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু টাকা বন্ধ করে দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর প্রচেষ্টার মাধ্যমে কোনও প্রকল্প মানুষকে বাদ দিচ্ছে না লক্ষ্মী ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী। এ বার নতুন প্রকল্প ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি। বিরোধীরা যতই কুৎসা রটাবে ততই মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার বইবে পশ্চিমবঙ্গে।

সুমন সাহা

Published by:Shubhagata Dey
First published:

Tags: South 24 pargana