#Egiye Bangl: রাজ্যের উদ্যোগে এবার প্রাথমিক ইংরেজি মাধ্যম স্কুল খুলল নদিয়ায়
নিজস্ব চিত্র ৷
প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের ইংরেজি ভাষায় শিক্ষিত করতে উদ্যোগী রাজ্য সরকার। নদিয়ার হরিণঘাটার নগরউখরার দিঘিরপাড়াতে চালু হয়েছে প্রাইমারি ইংরেজি মাধ্যম স্কুল।
#হরিণঘাটা:প্রাথমিক স্তর থেকে ইংরেজি ভাষায় পড়াশোনার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদিয়ার হরিণঘাটায় ১৪ জুন থেকে পথচলা শুরু করেছে প্রাথমিক ইংরেজি মাধ্যম স্কুল। নগরউখরার দিঘিরপাড়াতে মাইকেল মধুসূদন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে বহু ছাত্রছাত্রী।বাংলা কাছের ভাষা। মাতৃভাষায় শিক্ষার সঙ্গেই অনেকসময়ই কাজের প্রয়োজনে ইংরেজি ভাষাও জানা জরুরি। তাই প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের ইংরেজি ভাষায় শিক্ষিত করতে উদ্যোগী রাজ্য সরকার। নদিয়ার হরিণঘাটার নগরউখরার দিঘিরপাড়াতে চালু হয়েছে প্রাইমারি ইংরেজি মাধ্যম স্কুল।মাইকেল মধুসূদন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে বহু ছাত্রছাত্রী। ১৪ জুন স্কুলটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, কল্যাণী মহকুমা শাসক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। প্রাথমিকভাবে তিনজন শিক্ষক স্কুলের জন্য নিয়োগ করা হয়েছে। ইংরেজি মাধ্যম স্কুলে দারুণ উৎসাহে পড়াশোনা করছেন কচি-কাঁচারা।প্রাথমিকে ইংরেজি শেখা--------------------------------
- মাইকেল মধুসূদন ইংরেজি মাধ্যম স্কুলের জন্য জমি দিয়েছেন ৩ জন- নখরউখরা ২ গ্রাম পঞ্চায়েত ২ লক্ষ টাকা অনুদান দেয়- সেই টাকায় প্রাথমিকভাবে স্কুলের ঘর তৈরি- স্কুলে ভরতির আবেদন জানায় ১০০-র বেশি পড়ুয়া- তাদের মধ্যে থেকে বাছাই করে ভরতি নেওয়া হয়- স্কুলের জন্য ৩ জন শিক্ষকরাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। এর আগে নদিয়ারই মদনপুরে সরকারি উদ্যোগে একটি ইংরেজি মাধ্যম চালু করা হয়। আরও কয়েকটি এধরনের স্কুল চালুর জন্য শিক্ষা দফতরে আবেদন পাঠানো হয়েছে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার খরচ অনেকটাই। সেকারণেই রাজ্যের এই উদ্যোগ। এখন ইংরেজি শেখার পথে আর্থিক অসংগতি আর বাধা নয়।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।