হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সদ্যোজাতদের নাচানো বন্ধ, নেই রোজগারও...বৃহন্নলাদের খাবারের কিট দিচ্ছে সরকার

সদ্যোজাতদের নাচানো বন্ধ, নেই রোজগারও...বৃহন্নলাদের খাবারের কিট দিচ্ছে সরকার

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

  • Share this:

SOURAV GUHA

#কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশ। রাজ্য জুড়ে জেলায় জেলায় ছড়িয়ে থাকা বৃহন্নলাদের কাছে খাবারের কিট পৌছে দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বৃহন্নলাদের সংগঠন গুলির সঙ্গে যোগাযোগ করে এই কিট দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমাজ কল্যান দফতরের তালিকাভুক্ত জেলা স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন, যাঁরা বৃহন্নলাদের মধ্যে কাজ করেন তাঁদেরকে সামনে রেখেই কিট তুলে দিচ্ছেন তৃণমূল জেলা সভাপতিরা। উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে কাকদ্বীপ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কিট। প্রতি জেলাতেই দেড়শোর বেশী রূপান্তরকামী ও বৃহন্নলা আছেন। তালিকার বাইরে সংখ্যাটা আরও বেশী। মোটের ওপর এঁদের হাতেই তুলে দেওয়া হচ্ছে কিট। প্রতি কিটে থাকছে পাঁচ কেজি চাল, দু কেজি ডাল,  আলু, আটা, তেল ও সাবান। বৃহস্পতিবারই দলনেত্রীর নির্দেশে দলের দলীয় সভাপতিদের সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই উত্তরবঙ্গের  বেশীর ভাগ জেলায় শুরু হয় ত্রাণ বিলি।

‌লকডাউনে সম্পূর্ণ ভাবে কাজ হারিয়েছেন বৃহন্নলারা। এ রাজ্যের বৃহন্নলাদের একটা বড় অংশ সদ্যোজাতের পরিবার গুলির থেকে পাওয়া উপঢৌকনের ওপর নির্ভর করেই চলেন। বাকিরা কেউ ট্রেনে ভিক্ষা করেন। লকডাউনে এই দুই ক্ষেত্রেই কাজ শূন্য হয়েছেন তাঁরা। অন্যদিকে এই সম্প্রদায়ের মানুষের কাছে সঞ্চিত অর্থ তেমন না থাকায় বিপদে পড়েছিলেন তাঁরা। শেষমেশ স্থানীয় প্রশাসনকে সঙ্গে করে এই সম্প্রদায়ের মানুষের কাছে তৃণমূল তুলে দিল খাদ্য কিট। এই কিট আগামী দিনেও এঁদের হাতে তুলে দেওয়া যায়,  কিনা তা নিয়েও ভাবনা রয়েছে শাসক দলের।

Published by:Simli Raha
First published:

Tags: Food kit