corona virus btn
corona virus btn
Loading

শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এবার আবির ওড়া কমাতে বাতাসে জলের স্প্রে

শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এবার আবির ওড়া কমাতে বাতাসে জলের স্প্রে

এবারের বসন্ত উৎসবের মঞ্চ থেকে শুরু করে সবটারই আয়োজন করছে রাজ্য সরকার।

  • Share this:

#বীরভূম: শান্তিনিকেতনের বসন্ত উৎসবের অনুষ্ঠানে এবার বাতাসে আবির ওড়া কমাতে দেওয়া হতে পারে ওয়াটার স্প্রে ! এমনই ইঙ্গিত দিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা। বীরভূমের সিউড়িতে জেলা পরিষদে,   বসন্ত উৎসবে জেলা প্রশাসন কি কি ব্যবস্থা নেবে তা নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা,  বীরভূম জেলা পুলিশ সুপার সিং,  বীরভূম জেলা পরিষদের মেন্টর রানা সিংহ সহ অন্যান্যরা।

বৈঠকে বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে মেলার মাঠে যেখানে মূল অনুষ্ঠান হবে সেখানকার ব্যারিকেড ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, সিসিটিভি ও নিরাপত্তা সংক্রান্ত ব্যাবস্থা নিয়ে আলোচনা হয়।  বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসবের দিন যা যা প্রশাসনিক সহায়তা চেয়েছে তার সবটা নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে। এবারের বসন্ত উৎসবে নতুন উদ্যোগ নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন,  প্রত্যেকবারই বসন্ত উৎসবের শোনা যায় আগত অনেকেই অভি্যোগও করেন বাতাসে আবির উড়ে এসে অনেকের চোখে লাগে তাতে,  এমনকি এতে অনেকটা দূষণ তৈরি হয়। সেই আবিরকে কম উড়তে দেওয়ার উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন হালকা জল স্প্রে করা হবে বসস্ত উৎসবের মাঠের বিভিন্ন জায়গায়,  ওই সমস্ত এলাকাতে তাতে আবির উড়তে পারবে না এছাড়াও বড় পার্কিং তৈরি করা হচ্ছে আগতদের জন্য থাকছে পানীয় জলের ব্যবস্থাও। এবারের বসন্ত উৎসবের মঞ্চ থেকে শুরু করে সবটারই আয়োজন করছে রাজ্য সরকার।

SUPRATIM DAS 

First published: February 27, 2020, 11:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर