হোম /খবর /দক্ষিণবঙ্গ /
জল্পনা তুঙ্গে, এবার মহিষাদলে শুভেন্দুর অরাজনৈতিক সভার ডাক, উদ্দেশ্য কি জনসংযোগ?

জল্পনা তুঙ্গে, এবার মহিষাদলে শুভেন্দুর অরাজনৈতিক সভার ডাক, উদ্দেশ্য কি জনসংযোগ?

তাম্রপদক জয়ী স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণে সভা হবে মহিষাদলে। ফের শুভেন্দুর অরাজনৈতিক সভা ডাকার প্রসঙ্গে বাড়ছে জল্পনা

  • Last Updated :
  • Share this:

#মহিষাদল: শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্মরণে সভা হবে মহিষাদলে।  স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত ও সুশীল ধাড়ার ভাবশিষ্য তাম্রপদক জয়ী স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণে সভা হবে মহিষাদলে।

  সংস্থার সভাপতি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সভা হবে তাম্রলিপ্ত উন্নয়ন সমিতির উদ্যোগে,  । উল্লেখ্য,  গত ১৩  নভেম্বর শুক্রবার প্রয়াত হন বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়াল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। রণজিৎবাবু মহিষাদলের ঘাগরা গ্রামের বাসিন্দা ছিলেন। বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রণজিৎবাবু। শুক্রবার দুপুরে মারা যান তিনি। অগাস্ট আন্দোলনে ভূমিকা ছিল তাঁর।

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের বাড়িতে আজ এসেছিলেন  মন্ত্রী শুভেন্দু  অধিকারী তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর শ্রাদ্ধশান্তির কাজ শেষ হওয়ার পর কোনও একটা নির্দিষ্ট দিনে  মহিষাদলে স্মরণ  সভা হবে। জানা গিয়েছে, অরাজনৈতিক ব্যানারে সেই সভা হবে মহিষাদল রাজ ময়দানে।  কমিটি গঠন করেই হবে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোকজনদের সাথে কথা বলে তাদের পাশে থাকার কথাও জানান মন্ত্রী শুভেন্দু।

*SUJIT BHOWMIK*

Published by:Elina Datta
First published:

Tags: Suvendu Adhikari