• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • কোনওমতে নাম লিখেই পরীক্ষায় সাদা খাতা জমা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

কোনওমতে নাম লিখেই পরীক্ষায় সাদা খাতা জমা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

কোনওমতে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার লিখে খাতা জমা দিতে বাধ্য হলেন এক পরীক্ষার্থী ৷

কোনওমতে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার লিখে খাতা জমা দিতে বাধ্য হলেন এক পরীক্ষার্থী ৷

কোনওমতে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার লিখে খাতা জমা দিতে বাধ্য হলেন এক পরীক্ষার্থী ৷

 • Share this:

  #নদীয়া: কোনওমতে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার লিখে খাতা জমা দিতে বাধ্য হলেন এক পরীক্ষার্থী ৷ রাইটারের অনুমতি না পেয়ে উচ্চমাধ‍্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিতে পারল না এক প্রতিবন্ধী পরীক্ষার্থী। এর জন্য ছাত্রের পরিবার স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন ৷

  নদীয়ার থানারপাড়া হাজি মুসলিম হাই মাদ্রাসার ছাত্র সফিকুল মন্ডল এ বছরের উচ্চমাধ‍্যমিক পরীক্ষার্থী। দুই হাতই অকেজো হওয়ায় রাইটারের আবেদন জানিয়েছিল সফিকুল। বুধবার থানারপাড়া নারায়ণপুর উচ্চবিদ‍্যালয়ে কেন্দ্রে রাইটার নিয়ে পরীক্ষায় বসার প্রয়োজনীয় অনুমতি পত্র দেখাতে পারেনি। বাধ‍্য হয়ে রাইটার ছাড়াই পরীক্ষায় বসে সফিকুল। খাতায় এক লাইনও লিখতে পারেনি সে। তিন ঘণ্টার প্রচেষ্টায় শুধুমাত্র নামটুকুই লিখে চলে আসতে হয়েছে তাঁকে ৷

  সফিকুলের বাড়ির অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষকের ভুলেই এই ঘটনা। যদিও প্রধান শিক্ষক মহম্মদ ওয়াসিম আলির দাবি, তাঁর অনুমতি থাকলেও সংসদের সম্মতি আনেনি ছাত্রটি । তাই এই বিভ্রান্তি।

  First published: