Home /News /south-bengal /
নদী ভাঙন আটকাতে বিশেষ গাছ লাগানো হল এলাকা জুড়ে

নদী ভাঙন আটকাতে বিশেষ গাছ লাগানো হল এলাকা জুড়ে

Representative Image

Representative Image

 • Share this:

  #হাওড়া: ভাটিগার গাছেই মিরাকল। হাওড়া আমতা এক নম্বর ব্লকের রসপুরে এক কিলোমিটার দামোদরের তীরে ভাটিগার গাছ লাগানোয় আটকানো গেছে ভাঙন। নদী বাঁধের ভাঙন রুখে পথ দেখাচ্ছে ভাটিগর গাছ।

  হাওড়ার আমতা এক নম্বর ব্লকের রসপুর গ্রাম পঞ্চায়েত। আপাত নিরীহ গ্রামে বর্ষার দামোদর ভয়ংকর। দু-কূল ছাপিয়ে বানভাসি হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় কংক্রিটের বাঁধ। সেচ দফতরের তৈরি অস্থায়ী বাঁধও ভেঙে যায় বার-বার। বছর দুই আগে আমতা এক নম্বর ব্লকের বিডিও-র পরামর্শে পরীক্ষামূলকভাবে দামোদরের তীরে এক কিলোমিটার জায়গা জুড়ে লাগানো হয় ভাটিগার গাছ। তার ফল মিলছে এখন।

  একশো দিনের কাজের মাধ্যমে লাগানো হয়েছে গাছ। পরিচর্যার দায়িত্বে স্থানীয় পঞ্চায়েত। আগে বর্ষার সময়ে ডিভিসি জল ছাড়লেই ক্ষতি হত নদী বাঁধের। এবার ব্যতিক্রম। সমস্যার সমাধান করেছে ভাটিগার গাছ। গাছ না বলে আগাছাই বলা ভালো। মাটি ক্ষয় রুখতে অব্যর্থ দাওয়াই ভাটিগার। নদীর তীর বরাবর বাকি জায়গাতেও গাছ লাগানোর পরিকল্পনা রসপুর গ্রাম পঞ্চায়েতের। কম খরচে নদী বাঁধ রক্ষায় পথ দেখাচ্ছে মিরাকল গাছ।

  First published:

  Tags: River erosion

  পরবর্তী খবর