হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাজনীতির নতুন ইনিংসে শুভেন্দুর সাফল্য কামনায় মঙ্গল যজ্ঞ মহিষাদলের মন্দিরে!

রাজনীতির নতুন ইনিংসে শুভেন্দুর সাফল্য কামনায় মঙ্গল যজ্ঞ মহিষাদলের মন্দিরে!

হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তিনি৷

হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তিনি৷

শুভেন্দুর নতুন ইনিংসের যাত্রাপথ সুগম হোক, এই কামনা করেই এদিন দেবতার পায়ে ফুল চড়ান পুরোহিতরা।

  • Last Updated :
  • Share this:

#মহিষাদল- শুভেন্দু অধিকারীর সাফল্য এবং তাঁর মঙ্গল কামনায় সোমবার পুজোপাট আর হোমযজ্ঞ আয়োজন করা হয় মহিষাদলের রাধাকৃষ্ণ মন্দিরে। যেখানে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ আর ঘি পুড়িয়ে হোমযজ্ঞ চলে।

সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে চলে বার্ষিক পুজো-আচ্চা আর শুভেন্দুর মঙ্গল কামনায় হোমযজ্ঞ। শুভেন্দুর নতুন ইনিংসের যাত্রাপথ সুগম হোক, এই কামনা করেই এদিন দেবতার পায়ে ফুল চড়ান পুরোহিতরা।

পুজো উপলক্ষে অন্ন ভোগও চড়ানো হয়। ভোগ গ্রহণে উপস্থিত হয়েছিলেন অনেকেই। পুরোহিতদের কথায়, বাংলার ভালোর জন্য শুভেন্দু অধিকারীর উত্থান প্রয়োজন। সেই উত্থানের পথকে সুগম করতেই এই বিশেষ পুজোপাট চলে।

গত ১৯ ডিসেম্বর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে এখন পদ্মশিবিরের সদস্য শুভেন্দু অধিকারী ৷ খোদ বিজেপি সেনাপতি নিজের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান ৷

SUJIT BHOWMIK

Published by:Elina Datta
First published:

Tags: Suvendu Adhikari