#মহিষাদল- শুভেন্দু অধিকারীর সাফল্য এবং তাঁর মঙ্গল কামনায় সোমবার পুজোপাট আর হোমযজ্ঞ আয়োজন করা হয় মহিষাদলের রাধাকৃষ্ণ মন্দিরে। যেখানে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ আর ঘি পুড়িয়ে হোমযজ্ঞ চলে।
সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে চলে বার্ষিক পুজো-আচ্চা আর শুভেন্দুর মঙ্গল কামনায় হোমযজ্ঞ। শুভেন্দুর নতুন ইনিংসের যাত্রাপথ সুগম হোক, এই কামনা করেই এদিন দেবতার পায়ে ফুল চড়ান পুরোহিতরা।
পুজো উপলক্ষে অন্ন ভোগও চড়ানো হয়। ভোগ গ্রহণে উপস্থিত হয়েছিলেন অনেকেই। পুরোহিতদের কথায়, বাংলার ভালোর জন্য শুভেন্দু অধিকারীর উত্থান প্রয়োজন। সেই উত্থানের পথকে সুগম করতেই এই বিশেষ পুজোপাট চলে।
গত ১৯ ডিসেম্বর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে এখন পদ্মশিবিরের সদস্য শুভেন্দু অধিকারী ৷ খোদ বিজেপি সেনাপতি নিজের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান ৷
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari