corona virus btn
corona virus btn
Loading

প্রতিবন্ধকতাকে জয় করে উপাসনা, আশাভবনের আবাসিকদের এবারের পুজোর ভাবনা শিশু সুরক্ষা

প্রতিবন্ধকতাকে জয় করে উপাসনা, আশাভবনের আবাসিকদের এবারের পুজোর ভাবনা শিশু সুরক্ষা

সেরিব্রাল পালসি, পোলিও-র প্রতিবন্ধকতা পেরিয়ে সমাজকে পথ দেখাতে আশাভবনের আবাসিকদের এবারের ভাবনা শিশু সুরক্ষা।

  • Share this:

#উলুবেড়িয়া: প্রতিবন্ধকতার জন্য ঈশ্বরকে দায়ী করে পিছু হটেননি। বরং প্রতিবন্ধকতাকে জয় করে দেবীর উপাসনাতেই ব্রতী হয়েছেন উলুবেড়িয়ার কাঠিলার পিডব্লুইডি ফোরাম অফ আশাভবন সেন্টারের আবাসিকরা। কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর প্রস্তুতিতে ব‍্যস্ত সায়রা খাতুন-জন মেরি-পুতুল মাইতিরা।

উলুবেড়িয়ার কাঠিলায় পিডব্লুউডি ফোরাম অফ আশা ভবন সেন্টারের পুজো এবার পা দিল সপ্তম বর্ষে। সেরিব্রাল পালসি, পোলিও-র প্রতিবন্ধকতা পেরিয়ে সমাজকে পথ দেখাতে আশাভবনের আবাসিকদের এবারের ভাবনা শিশু সুরক্ষা।

ষষ্ঠী থেকে নবমী। আশাভবনেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন আবাসিকরা। জমিয়ে চলছে তার মহড়াও।

বিভিন্ন মণ্ডপে তাদের চাহিদা থাকে শুধু একটা র‍্যাম্প। সেই সচেতনতার অভাব দেখেই সাত বছর আগে আশা ভবনের পুজোর শুরু।

সমাজকে পথ দেখিয়েছেন তারা। এখন তাদের পুজোয় সামিল হতে বিদেশ থেকেও আসেন অনেকেই।

First published: September 30, 2019, 11:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर