#উত্তর ২৪ পরগণা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস ৷ এরপর আচমকাই একদিন বিয়ে করতে অস্বীকার করায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করল যুবতী ৷ ঘটনাটি ঘটেছে বাগদা থানার পুস্তীঘাটা এলাকায় ।
দীর্ঘদিন ধরে পুস্তীঘাটা এলাকার এক মহিলার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে বছর ৩১ সমীর মন্ডল । এরপর দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপন হয়। মহিলার অভিযোগ তার স্বামী ছেড়ে চলে যাওয়ার পর সমীর মন্ডল বিয়ের প্রতিশ্রুতি দেয় l এমনকি বনগাঁ মহকুমা আদালতে নিয়ে গিয়ে কিছু কাগজ পত্রেও স্বাক্ষর করিয়ে রেজিস্ট্রি বিবাহ করেছে বলে তাকে মিথ্যে বলে l
সম্প্রতিক ওই মহিলা বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে বললে হঠাৎ অস্বীকার করে সমীর । মহিলার আরও অভিযোগ সমীর মন্ডল গত ২৮ জুন মঙ্গলবার ওই মহিলার বাড়িতে এসে জোর করে ধর্ষণ ও মারধর করে ৷ পাশাপাশি খুনের হুমকিও দেয় ।
মহিলা বাগদা থানায় অভিযোগ দায়ের করে বৃহস্পতিবার l অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ সমীর মন্ডলকে গ্রেফতার করে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে l শুক্রবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পাঠান হয়েছে l
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape, Youth Arrested for raping woman on pretext of marriage