#ডেবরা: ৫০০ টাকা বাজি লাগিয়ে নদী পেরোনোর সময় জলে ডুবে মৃত্যু হোলো এক যুবকের। নাম ত্রিদীপ পাত্র। (২০)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর এর মেদিনীপুর সদর ব্লকের ৮ নং পাথরা অঞ্চলের কাখুয়া গ্রামে। ঘটনার সুত্রপাত শনিবার দুপুরে। গ্রামের আরও কয়েকজন ওই গ্রামের কাসাই নদীর ঘাটে স্নান করতে আসার পরে কথা ওঠে নদীর ওপার পর্যন্ত যে আগে পেরোতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে। এই পরেই কাসাইয়ে ঝাপ দেয় তিনজন। তারপর দুজন পাড়ে উঠলেও দেখা মেলেনি ত্রিদীপ পাত্রের। তারপরেই খোঁজাখুঁজি শুরু কাসাইয়ে। পরে কোতোয়ালি থানার পুলিশ স্পিড বোট নিয়ে তল্লাশি পুরো এলাকায়। কিন্তু শনিবার সারাদিন খোঁজার পর ফেরত যায় বোট।
পুনরায় রবিবার সকাল থেকেই ডুবুরি নিয়ে তল্লাশি চালায় পুলিশ অবশেসে রবিবার দুপুর বারোটা নাগাদ মুকসুদপুর নদী ঘাট থেকে দেহ উদ্ধার করে ডুবুরিরা। রবিবার দেহ ময়না তদন্তে পাঠাবে পুলিশ। পরিবারের সদস্য মা বাবা এবং দাদা। বাবা অসুস্থ। দাদা প্রদীপ পাত্র জানান স্নান করতে এসেছিল। তারপর শুনলাম পাঁচশো টাকার বাজি হয়েছিল। সাঁতার অল্প জানত। তারপরেই এই ঘটনা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাবে। তবে নেশাগ্রস্ত ছিল না। না সত্যিই বাজি না অন্য কিছু ঘটনা খতিয়ে দেখবে কোতোয়ালি থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।