৪ বছর পর দীঘার সৈকতে বালি খুঁড়ে তিমির কঙ্কাল উদ্ধার, রাখা হবে মেরিন অ্যাকোয়ারিয়ামে

খাবারের সন্ধানে অগভীর সমুদ্রে চলে আসাটাই কাল হয়েছিল। ট্রলারের জালে আটকে আহত ক্ষতবিক্ষত বিশালাকায় বেলিন হোয়েলটি ভেসে এসেছিল দিঘার সমুদ্রতটে।

  • Last Updated :
  • Share this:

    #দীঘা: খাবারের সন্ধানে অগভীর সমুদ্রে চলে আসাটাই কাল হয়েছিল। ট্রলারের জালে আটকে আহত ক্ষতবিক্ষত বিশালাকায় বেলিন হোয়েলটি ভেসে এসেছিল দিঘার সমুদ্রতটে। তাও প্রায় বছর চারেক আগে। এতদিনে বালি খুঁড়ে মৃত তিমিটির দেহ উদ্ধারের কাজ শুরু হল। উদ্দেশ্য, তিমিটির কঙ্কাল সংগ্রহ। রাখা হবে দিঘারই মেরিন অ্যাকোয়ারিয়ামে।

    ২০১২ সালের ১০ ডিসেম্বর। দীঘা মোহনা থেকে বেশ কিছুটা দূরে ট্রলারের জালে জড়িয়ে যায় বিশাল একটি নীল তিমি। বিশেষজ্ঞরা জানান, তিমিটি লম্বায় প্রায় ৪৫ ফুট এবং ওজনে আঠারো টন। বঙ্গোপসাগরে তিমির আনাগোনা না থাকলেও কোনও কারণে পথ পরিবর্তন করে সেটি ঢুকে পড়েছিল বাংলার জলসীমানায়। ফিরে যাওয়া আর হয়ে ওঠেনি তার। দিঘা মোহনা এলাকায় ভেসে আসে তিমিটির মৃতদেহ।

    বিষয়টি জানতে পেরে তিমির দেহ সংরক্ষণের সিদ্ধান্ত নেয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু প্রচুর খরচের কথা ভেবে সেটিকে বালিতেই পুঁতে ফেলা হয়। তিমির দেহ সংরক্ষণের পরিকাঠামোর অভাব ছিল দীঘার মেরিন অ্যাকোরিয়ামেও। এতদিনে তিমিটির কঙ্কাল খুঁড়ে বের করার কাজ শুরু হয়েছে। কঙ্কাল উদ্ধারের পর তার উপর বিশেষ পদ্ধতিতে নকল চামড়া লাগানো হবে। ফলে, পূর্ণাঙ্গ তিমিটির প্রতিরূপ দেখতে পাবেন দর্শনার্থীরা। জানিয়েছে,অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ।

    First published:

    Tags: Digha, Digha Beach, Midnapur, Skeleton