#ভাটপাড়া: বৃহস্পতিবার ভোটগণনা শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে কী হতে চলেছে ফলাফল ৷ বাংলায় ফের মমতা ৷ তৃণমূলের সুনামিতে ভেসে গিয়েছে বাম-কংগ্রেস জোট। চারিদিকে তখন সবুজের ঝড় ৷ বিজয়োল্লাস মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা ৷ কিন্তু হঠাৎই বিজয়োৎসবের মাঝে হামলা চালায় ১০-১২ জনের দুষ্কৃতি দল ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর ৷ ঘটনা ভাটপাড়ার ৬ নং ওয়ার্ডের ৷
গতকাল ফল ঘোষণার পর ভাটপাড়ায় পিটিয়ে খুন করা হয়েছে এক তৃণমূল কর্মীকে ৷ বিজয়োৎসবের সময় ১০-১২ জন বাইক আরোহী হামলা চালায় তৃণমূলের কর্মীর উপরে ৷ লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয় যুবককে ৷ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় যুবকের ৷
জানা গিয়েছে, মৃত বাচ্চা সূরজ রাও নামে ওই যুবক তৃণমূলের কর্মী ছিল ৷ বিরোধীদের আশ্রীত দুষ্কৃতিরা তাকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ জানিয়েছে তার পরিবারের সদস্যরা ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার ৬ নং ওয়ার্ডে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BattleForTheStates, Bengal Polls, Bengali News, ETV News Bangla, TMC Worker Murdered, Violence, West Bengal Assembly Election 2016, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন