#তারকেশ্বর: ১৩ দিনের লড়াই শেষ ৷ অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারকেশ্বরে অ্যাসিড আক্রান্ত মহিলা ৷ রবিবার কলকাতার বাঙ্গুর হাসপাতেল মৃত্যু হয় তাঁর ৷ প্রতিবেশী যুবকের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় বদলা নিতে গত ২৪ জুলাই রাতে অ্যাসিড ছুঁড়ে মারে অভিযুক্ত নূর ৷ তিনি ছাড়াও অ্যাসিডে গুরুতরভাবে পুড়ে যান তাঁর ছেলেও ৷
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আক্রান্ত মহিলা ও তাঁর ছেলেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের।
মৃতার পরিবারের, স্বামী মারা যাওয়ার পর থেকেই চল্লিশোর্ধ্ব ওই মহিলাকে নানা ভাবে উত্যক্ত করত প্রতিবেশী যুবক নূর। রবিবার রাতে মহিলার বাড়ির টালির চালে ভারী কিছুর আওয়াজ পেয়ে ঘরের বাইরে আসেন তিনি ও তাঁর ছেলে। সেই সময় নূর তাদের লক্ষ করে অ্যাসিড ছোঁড়ে। অ্যাসিডে মহিলার মুখ ও চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয় ৷ ডানদিকের অংশ পুড়ে ঝুলে যায় ৷ গত কয়েকদিনে চিকিৎসায় সাড়া দিলেও সব আশা শেষ হয়ে যায় কাল ৷
মৃতার ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ অ্যাসিডে তাঁর বুক, পেট পুড়ে ফুটো হয়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Acid Attack, Acid Attack Vicitim died, Acid Attack Victim, Died, Tarakeswar