Home /News /south-bengal /
কংগ্রেস মঞ্চে সিপিএম নেতা, পাশাপাশি সুজন-ওমপ্রকাশ

কংগ্রেস মঞ্চে সিপিএম নেতা, পাশাপাশি সুজন-ওমপ্রকাশ

আইএনটিইউসি সম্মেলনে দেখা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে ৷ কংগ্রেস ট্রেড ইউনিয়নের সভায় কংগ্রেস-সিপিএম জোটের বার্তা দিলেন সিপিএম নেতা সুজন ৷ পাশেই ছিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র ৷

 • Last Updated :
 • Share this:

  #বারুইপুর: তৃণমূলের সঙ্গে শেয়ানে শেয়ানে টক্কর দিতে, হতেই হবে জোট! সিপিএম-কংগ্রেসের অন্দরে কছুমাস ধরে চলছে এরকম জল্পনা-কল্পনাই ৷ এমনকী, গত বছরের শেষ মাসে প্লেনাম বৈঠকেও বার বার উঠে এসেছিল জোটের প্রশ্ন ! তাহলে কী শেষমেশ বিধানসভা নির্বাচনের আগে হাতে হাত মেলাতে চলল বামফ্রন্ট-কংগ্রেস ? ধোঁয়াশা রয়েছে এখনও, তবে বার বার এরকমই ইঙ্গিত নানা জাগয়া থেকে ৷ ঠিক যেমন ঘটল রবিবার বারুইপুরের ট্রেড ইউনিয়ানের মঞ্চে ৷ কংগ্রেসের আইএনটিইউসি-র মঞ্চে দেখা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে ৷ আর মঞ্চে তাঁর পাশেই বসে ছিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র ৷

  রবিবার বারুইপুরের কংগ্রেস ট্রেড ইউনিয়নের মঞ্চে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দেখে রাজনৈতিক মহলে জল্পনা ফের পেল নতুন রূপ ৷ প্রশ্ন উঠল তাহলে কি বামফ্রন্ট-কংগ্রেস জোট হচ্ছেই ! তবে শুধুই সুজনের উপস্থিতি নয়, মঞ্চ থেকে তাঁর বার্তাও বাড়ল উত্তেজনা ৷ এদিন সুজন জানালেন, ‘মানুষকে তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধতে হবে ৷’ অন্যদিকে একই মঞ্চ থেকে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র জানালেন, ‘মানুষের জোট হয়ে গিয়েছে, এবার রাজনৈতিক দল গুলোর জোট হোক !’ তবে মঞ্চ থেকে এই বার্তা দিলেও, দুই নেতা স্পষ্টভাবে জোট নিয়ে কোনও কথা বলতে চায়নি ৷ একই মঞ্চে উপস্থিত থাকার বিষয়টিকে ট্রেড ইউনিয়ানের উন্নতির কারণ হিসেবেই বর্ণনা করেছেন সুজন ও ওমপ্রকাশ ৷

  তবে একই মঞ্চে পাশাপাশি সুজন ও ওমপ্রকাশকে দেখে, তাঁদের বক্তব্য শুনে বামফ্রন্ট ও কংগ্রেস দুই দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক ৷ দলীয় সরিকদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই কি এরকম মন্তব্য করলেন দুই নেতা? নাকি পিছনে রয়েছে দলের সমর্থন ! প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷

  First published:

  Tags: Congress, CPM, Omprakash Misra, Same Stage, Sujan Chakrabarty