#মুর্শিদাবাদ: স্কুলের ভিতরে দেওয়াল ভেঙে ছাত্রমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি স্কুলে ৷ মৃত ছাত্রের নাম হায়দর রেজা ৷ বছর এগারোর হায়দর পঞ্চম শ্রেণির ছাত্র ছিল ৷ রোজকার মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিলেন হায়দার ৷ কিন্তু আর বাড়ি ফেরা হয়নি ৷ ক্লাস চলাকালীন আচমকা দেওয়াল ভেঁঙে পড়ে ৷ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে ৷ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে ৷ মৃতের পরিবারের সদস্যরা ও বাকি অভিভাবকরা চড়াও হয় স্কুল চত্ত্বরে ৷ ক্ষুব্ধ জনতারা ভাঙচুর চালায় স্কুলে ৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷ তবে ঘটনার পর থেকেই স্কুলে তালা ঝুলছে ৷ স্কুলের আধিকারিকদেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, School Building Wall Collapse, Student Died Due To Wall Collapse, Wall Collapse