Home /News /south-bengal /
ইভটিজিং রুখতে আজব নিয়ম: সপ্তাহে ৩ দিন স্কুল যাবে ছাত্ররা, বাকি দিন যাবে ছাত্রীরা

ইভটিজিং রুখতে আজব নিয়ম: সপ্তাহে ৩ দিন স্কুল যাবে ছাত্ররা, বাকি দিন যাবে ছাত্রীরা

ইভটিজিং রুখতে স্কুলে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের।

 • Share this:

  #বীরভূম: ইভটিজিং রুখতে স্কুলে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের। বীরভূমের কাঁকরতলার বড়রা হাইস্কুলের ছাত্রদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ জানায় ছাত্রীরা। এরপরে সপ্তাহে তিনদিন ছাত্রদের, তিনদিন ছাত্রীদের অনুপস্থিতির নিদান দেয় স্কুল কর্তৃপক্ষ।

  আরও অভিযোগ, স্কুলের মধ্যেই ছাত্ররা মোবাইলে অশ্লীল সিনেমা দেখে। ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শককে তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

  প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে ডিআই-কে স্কুলে যাওয়ারও নির্দেশ দেওয়া হবে। জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

  First published:

  Tags: Bengali News, Eve Teasing, Strange Steps To Avoid Eve Teasing

  পরবর্তী খবর