নদী ও সমুদ্র দূষণ রুখতে উদ্যোগী উপকূলরক্ষী বাহিনী

পূর্ব মেদিনীপুরের নদী ও সমুদ্রের দূষণ মাত্রা ছাড়িয়েছে। শিল্প সংস্থার বর্জ্যে দূষিত হচ্ছে নদী।

  • Last Updated :
  • Share this:

    #মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের নদী ও সমুদ্রের দূষণ মাত্রা ছাড়িয়েছে। শিল্প সংস্থার বর্জ্যে দূষিত হচ্ছে নদী। সমুদ্র দূষিত হচ্ছে জাহাজের জ্বালানিতে। দূষণ রুখতে উদ্যোগ নিয়েছে উপকূলরক্ষী বাহিনী।বন্দর নগরী হলদিয়াকে ঘিরে রেখেছে একাধিক নদী। সমু্দ্রও রয়েছে শিল্পশহর হলদিয়ার খুব কাছেই। পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর ও মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলির আকর্ষণ সমুদ্র। জেলা প্রশাসনের কাছে এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে নদী ও সমুদ্রের দূষণ। এতদিন দূষণ ছড়ালেও প্রশাসন উদাসীন ছিল। দেরিতে হলেও দূষণ রুখতে নামছে উপকূলরক্ষী বাহিনী। দূষণ রোধে হলদিয়ার বিভিন্ন সংস্থার সাহায্য নিচ্ছে তারা। শিল্পতালুকের প্রতিনিধিদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে।দূষণের কারণ অনুসন্ধান করে একটি তালিকা তৈরি করেছে উপকূলরক্ষী বাহিনী। জাহাজের জ্বালানি, অর্থাৎ তেল ও কয়লা ছাড়াও লৌহ আকরিক সমুদ্রের জলে মিশছে। কারখানা থেকে বর্জ্য মিশছে নদীর জলে। সরকারি নির্দেশে বিশেষ দল গড়ে দূষণ রুখতে নেমেছে উপকূলরক্ষী বাহিনী। পরিবেশ দফতরের আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়েছেন শিল্প সংস্থার প্রতিনিধিরা।দূষণ রোধের প্রক্রিয়ায় নজর রাখছে জেলা প্রশাসন।পরিবেশবিদরা চাইছেন, দূষণ রোখার পাকাপাকি বন্দোবস্ত হোক শিল্প ও পর্যটনের জেলা পূর্ব মেদিনীপুরে। নইলে জলদূষণ এলাকার পরিবেশে আরও ক্ষতিকর প্রভাব ফেলবে।

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Pollution, River Pollution, সমুদ্র দূষণ