#সোনারপুর: নয়া মোড় নিল সোনারপুর ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা । রাজপুর সোনারপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সোনারপুর-রাজপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত রায়কে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ৷ একই সঙ্গে হাওড়ার এক ব্যবসায়ীকেও প্ররোচনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃত ব্যবসায়ীর পরিবার প্রথম থেকেই কাউন্সিলরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ জানিয়ে আসছিলেন ৷
মঙ্গলবার রাজপুর সোনারপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের দেহ উদ্ধার হয়। তার পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের প্ররোচনাতেই আত্মহত্যা করেছেন তিনি। সুইসাইড নোটে বিশ্বজিত রায় সোনারপুর-রাজপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনন্ত রায় সহ হাওড়ার এক ব্যবসায়ী ও স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে চাপ সৃষ্টির কথা লিখেছেন।
বুধবার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অনন্ত রায় জানান, তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মৃত ব্যবসায়ীর পকেট থেকে যে চার পাতার সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ওই কাউন্সিলর। দেনার দায়েই ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অনন্ত রায়।
কয়েকদিন আগে, হাওড়ার মনোজ পাঁজা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬১ হাজার টাকা ধার নেন বিশ্বজিৎ রায়। কিন্তু দেনা মেটাতে দেরি হওয়ায়, ওই ব্যবসায়ী ৩২ নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল নেতা ভোলা মণ্ডলের মাধ্যমে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন। কাউন্সিলার অনন্ত রায় নিজের লেটারহেডে লিখে সালিশি সভা ডাকেন ৷
গত ১৭ জুলাই সেই সভায় মনোদ পাঁজা ও বিশ্বজিৎ রায়কে মুখোমুখি বসিয়ে ওই কাউন্সিলর মাসে মাসে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এরপরই মঙ্গলবার নিজের বাড়িতে আত্মহত্যা করেন বিশ্বজিৎ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alleged TMC Councillor, Sonarpur Buisness Man, Sonarpur Suicide, TMC Councillor