শ্বশুরকে খুন করে আত্মঘাতী জামাই, স্ত্রীকেও ধারালো অস্ত্রের আঘাত

শ্বশুরকে খুন করে আত্মঘাতী জামাই ৷ শুধু শ্বশুর নয় নিজের স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের শ্রীনগরে ৷

  • Last Updated :
  • Share this:

    #উত্তর ২৪ পরগনা: শ্বশুরকে খুন করে আত্মঘাতী জামাই ৷ শুধু শ্বশুর নয় নিজের স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের শ্রীনগরে ৷ এই কাণ্ড ঘটনার পরে নিজের বাড়িতে গিয়ে আত্মহত্যা করে তিলজলার বাসিন্দা অভিযুক্ত সুমিত বর্মন ৷ সুমিতের স্ত্রী প্রিয়াঙ্কা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

    ঠিক যেন সিনেমার সাজানো চিত্রনাট্য। তবে সেই চিত্রনাট্যের বাস্তব সংস্করণ বড়ই নির্মম। জামাই সুমিত বর্মনের হাতে নির্মমভাবে খুন হলেন মধ্যমগ্রাম শ্রীনগরের বাসিন্দা অনুপম দাস। নিজের স্ত্রীকেও ধারালো অস্ত্রের কোপ মারেন সুমিত। পরে নিজের গলায় বেডকভার জড়িয়ে আত্মঘাতী হন। পাড়া, প্রতিবেশী, পরিবার সকলেরই দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।

    পাঁচ বছর ভালবাসার সম্পর্কের পর মাত্র এক বছর আগে শ্রীনগরের প্রিয়াঙ্কা ওরফে ভাগ্যশ্রীর সঙ্গে বিয়ে হয় তিলজলার সুমিত বর্মনের ৷ তিন মাস মাত্র স্বামীর ঘর করেন প্রিয়াঙ্কা। তারপর ফিরে এসেছিলেন বাবা অনুপম দাসের কাছে।

    মাঝে মাঝে আসতেন স্বামী । আর এলেই অশান্তি, ঝগড়া লেগেই থাকত। বৃহস্পতিবার ভোররাতে সেরকমই ঝগড়ার আওয়াজে ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাইরে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় দেখেন প্রিয়াঙ্কাকে। তাঁকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান প্রতিবেশীরা ৷ এরপর ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কার বাবাকেও হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

    প্রিয়াঙ্কা জানান,  তাঁর স্বামী সুমিত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। তাঁকেও আঘাত করে। এই ডামাডোলের মধ্যে ওখান থেকে পালিয়ে যায় সুমিত।

    তিলতলার ২৪ / ১, সি এন রায় রোডে সুমিতের খোঁজে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ ৷ বৃহস্পতিবার সকালে এই বাড়ি থেকে সুমিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে। সুমিতের বাবার দাবি, তিনি বৃহস্পতিবার রাত ১২ টার সময়ে ছেলেকে শেষ দেখেছিলেন। কল সেন্টারে কাজ পেয়েছেন। সেখানেই যাচ্ছেন বলে ছেলে বেরিয়ে গিয়েছিলেন।

    অন্যদিকে, তিলজলার বাড়ি থেকে উদ্ধার হওয়া সুমিত বর্মনের সুইসাইড নোট থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য ৷ আত্মহত্যার আগে লেখা চিঠিতে এই খুনের জন্য নিজের স্ত্রীকেই দায়ী করেছে সুমিত ৷ সুইসাইড নোট অনুযায়ী, বাবাকে মেরে স্বামীর সঙ্গে আত্মহত্যার ছক কষেছিল প্রিয়াঙ্কা ৷ সেই প্ল্যান সুমিতকে জানিয়ে হোয়াটস অ্যাপে মেসেজ করে তাঁকে ডেকে পাঠিয়েছিল প্রিয়াঙ্কা ৷

    কিন্তু বুধবার রাতে প্রিয়াঙ্কার বাবাকে খুন করার পর চক্রান্ত করে প্রিয়াঙ্কাই সুমিতকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ চিৎকার করে লোক জড়ো করে তাঁকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে, প্রাণ বাঁচাতে প্রিয়াঙ্কার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সুমিত ৷ তারপর ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে সে ৷

    সুইসাইড নোটে সুমিতের দাবি নস্যাৎ করেছে পুলিশ ৷ হোয়াটস অ্যাপ সংক্রান্ত তথ্য ঠিক নয় বলে দাবি মধ্যমগ্রাম থানার পুলিশের ৷ পুলিশ সূত্রে খবর, বিয়ের প্রথম থেকেই স্ত্রীকে সন্দেহ করত সুমিত ৷ পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন ৷ তবে খুনের মোটিভ জানতে তদন্ত চলছে ৷ তদন্তের জন্য প্রিয়াঙ্কাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ ৷

    First published:

    Tags: Bengali News, Crime, ETV News Bangla, Father in law, Madhyamgram Murder, Murder, Son In Law, Suicide