ছোট্ট চোখে রঙিন স্বপ্ন নিয়ে খেলাধুলা করার বয়সে, পড়াশুনা করার বয়সে অজানা ‘অপরাধ’-এ অপরাধী। স্কুল যাওয়া বন্ধ বিষ্ণুপুরের ক্লাস ওয়ানের ছাত্রের। এই বয়সেই সে একঘরে। তার অপরাধ রক্তে এইচ আই ভি সংক্রমণ। প্রধানশিক্ষকের নিষেধে স্কুলে যাওয়া বন্ধ তার।
#বিষ্ণুপুর: ছোট্ট চোখে রঙিন স্বপ্ন নিয়ে খেলাধুলা করার বয়সে, পড়াশুনা করার বয়সে অজানা ‘অপরাধ’-এ অপরাধী। স্কুল যাওয়া বন্ধ বিষ্ণুপুরের ক্লাস ওয়ানের ছাত্রের। এই বয়সেই সে একঘরে। তার অপরাধ রক্তে এইচ আই ভি সংক্রমণ। প্রধানশিক্ষকের নিষেধে স্কুলে যাওয়া বন্ধ তার। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নিবাসী সেন(পদবি পরিবর্তিত) দম্পতি। একমাত্র ছেলেকে ভর্তি করেছিলেন এলাকার একটি নার্সারি স্কুলে। প্রথম প্রথম সবই ছিল ঠিকঠাক। কিন্তু গোল বাধে যখন স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন, ক্লাস ওয়ানের ছোট্ট ছাত্রটি এইচ আই ভি পজিটিভ। কথাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারপাশে। স্কুলের বাকি অভিভাবকদের তরফ থেকে প্রবল আপত্তি ওঠে, একজন এইচ আই ভি পজিটিভ বাচ্চার সঙ্গে একই স্কুলে নিজের বাচ্চাকে পড়ানোয়। অভিভাবকদের দাবির চাপে স্কুলের প্রধানশিক্ষক শিশুটিকে স্কুলে আসতে বারণ করেন। শিশুটির বাবা-মাকে ডেকে জানিয়ে দেওয়া হয় যে, তাদের বাচ্চাকে এই স্কুলে রাখা সম্ভব নয়। প্রশাসনের কাছে এই বিষয় নিয়ে আর্জি করা হলেও, কেউই সাড়া দেয়নি মানবিকতার ডাকে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা এইচ আই ভি পজিটিভ এবং এডস নিয়ে এখনও কতটা অসচেতন।প্রতিবেদন: এলিনা দত্ত
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।