#সন্দেশখালি: নির্ভয়াকাণ্ডের ছায়া এবার সন্দেশখালিতে ৷ প্রৌঢ়াকে গণধর্ষণের পর চলে নির্যাতন ৷ গত ৩ জুলাইয়ের ঘটনা ৷ ধর্ষণ করে প্রৌঢ়ার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয় বলে জানা যায় ৷ নাড়ি-সহ ক্ষতিগ্রস্থ হয় দেহের একাধিক অংশ বলে জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজে গত ২৭ দিন ধরে চিকিৎসা চলার পর অবশেষে গতকাল, সোমবার রাতে তাঁর মৃত্যু হয় ৷
ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ ইতিমধ্যেই গ্রেফতার অন্যতম অভিযুক্ত ৷ ধৃতের নাম রাজেশ্বর মাইতি ওরফে ভোলা ৷ ধৃত ব্যক্তি সন্দেশখালির ৭ নম্বর পাত্রপাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, তাঁকে চিনতে পেরেছিলেন প্রৌঢ়া। বাকিদের গ্রেফতারের দাবি তুলছে মৃতার পরিবার ৷ তাঁদের আরও দাবি, প্রৌঢ়ার মৃত্যুর পরেও তাঁদের হয়রানি কমেনি। থানা থেকে প্রয়োজনীয় নথি না আসায়, সোমবার রাতে মৃত্যু হলেও, এদিন ময়নাতদন্ত করা যায়নি ! আজ, মঙ্গলবার এনআরএসে ময়নাতদন্ত করা হবে মৃতদেহের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।