#হাওড়া: হাওড়া জেলায় ভিলেজ রিসোর্স পার্সন পদে চলছে নিয়োগ ৷ মোট ৩৭০ টি শূন্যপদে যোগ্যতা অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে ৷ হাওড়া জেলার তিনশোরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য শুধু দিতে হবে মৌখিক পরীক্ষা ৷
হাওড়া জেলার বিভিন্ন ব্লকে ভিলেজ রিসোর্স পার্সন শূন্য পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ বয়স হতে হবে ১৮ বছরের বেশি ৷ সরকারের ১০০ দিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ৷ এছাড়া স্বনির্ভর কোনও গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে চাকরিপ্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন ৷
নিয়োগের জন্য মোট ৫০ নম্বরের উপর চাকরিপ্রার্থীকে মাকর্স দেওয়া হবে ৷ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ মার্কস ধার্য করা হয়েছে ৷ বাকি ২৫ নম্বর থাকবে পার্সোনাল ইন্টারভিউতে ৷
পরীক্ষার জন্য নির্ধারিত দিন ও সময়ে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মানপত্র, অ্যাডমিট কার্ড, পরিচয় পত্রের আসল নথি সহ আসতে হবে পরীক্ষা কেন্দ্রে ৷ ডোমজুড় ব্লকের ১৮০টি শূন্যপদের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২০ জুন ৷ পাঁচলা ব্লকে ১১০টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে ২২ জুন ৷
নির্দিষ্ট দিনে ব্লক অফিসে সকাল ১১টার মধ্যে নথিসহ চাকরিপ্রার্থীকে হাজির হতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employee Recruitment, Government Employee, Government employee recruitment procee, Howrah Block Office, Job Vacancy