corona virus btn
corona virus btn
Loading

জানেন দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও রয়েছে বাঙালি যোগ ?

জানেন দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও রয়েছে বাঙালি যোগ ?

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ফেয়ারওয়েলের পর এবার নতুন অতিথির জন্য অপেক্ষা শেষ রাইসিনা হিলের ৷ তবে জানেন কী প্রণব মুখোপাধ্যায়ের পর এবার ১৪তম প্রেসিডেন্টেরও বাংলার সঙ্গে রয়েছে যোগ ৷

  • Share this:

#বর্ধমান: দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে সংসদ ভবনে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। কে আর নারায়ণনের পর তিনিই দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি ৷ দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা এখন থেকে থাকবে তাঁরই হাতে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ফেয়ারওয়েলের পর এবার নতুন অতিথির জন্য অপেক্ষা শেষ রাইসিনা হিলের ৷ তবে জানেন কী প্রণব মুখোপাধ্যায়ের পর এবার ১৪তম প্রেসিডেন্টেরও বাংলার সঙ্গে রয়েছে যোগ ৷

বর্ধমান জেলায় খোঁজ মিলল ১৪তম প্রেসিডেন্টের আত্মীয়র ৷ বর্ধমানের জামাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লির বাসিন্দা সবিতা কলির সঙ্গে বিয়ে হয় রামনাথের। সবিতারা তিন ভাই পাঁচ বোন। দাদারা ব্যবসা সূত্রে বর্ধমানে চলে আসেন । তখন থেকেই বর্ধমান হয়ে ওঠে শ্বশুরবাড়ির অংশ । শ্যালক ওমপ্রকাশ কোলির বাড়িতে চারবার এসেছেন তিনি। এখনও টেলিফোনে যোগাযোগ রয়েছে নিয়মিত । বাড়ির জামাই রাষ্ট্রপতি হওয়ায় খুশি পরিবারের সদস্যরা ।

প্রায় দুই দশক আগে শ্যালক ওমপ্রকাশ কোলির মৃত্যু সময় বর্ধমানের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ এমনটাই জানান, ওমপ্রকাশ কোলির স্ত্রী গঙ্গা কোলি।

First published: July 26, 2017, 10:44 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर