মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রায় ৩ ঘণ্টা পর উঠল রেল অবরোধ

ট্রেন দেরিতে চলার প্রতিবাদে মঙ্গলবার বীরভূমের মুরারই রেল স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা ৷

  • Last Updated :
  • Share this:

    #মুরারই: একের পর এক  ট্রেন দেরি করে চলাচল করায় রেল অবরোধ করল নিত্যযাত্রীরা । ট্রেন দেরিতে চলার প্রতিবাদে মঙ্গলবার বীরভূমের মুরারই রেল স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা ৷ এদিন সকাল ৮:৩০টা থেকে অবরোধে শুরু হয় । বারহাড়োয়া -বর্ধমান  প্যাসেঞ্জার ট্রেন মুরারইয়ে অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা  অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পরে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন । রেল কতৃপক্ষ এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তবেই অবরোধে তোলা হবে বলে জানায় অবরোধকারীরা ।অবরোধকারীদের অভিযোগ মুরারই স্টেশনে  সাহেবগঞ্জ রামপুরহাট লোকাল ট্রেনের সময়  ৭ টা ১৭ মিনিট কিন্তু দীর্ঘদিন  ধরে ট্রেন দেরিতে আসে। মুরারই  থেকে রামপুরহাট ৩৩ কিলোমিটার রাস্তা ৩ ঘন্টা সময়  লাগে। তার ফলে কর্মক্ষেত্রে সময় মতো  কেউ যেতে পারেন না। দিন কয়েক আগে বীরভূমের মল্লারপুর  ও রামপুরহাট  রেলস্টেশনে অবরোধ করে যাত্রীরা। রেলের কর্তৃপক্ষ  আশ্বাস দিলেও কিন্তু ট্রেন সঠিক সময় আসে না । এর প্রতিবাদ জানিয়েই এদিন অবরোধ শুরু করেন যাত্রীরা ৷ এদিকে আজ মাধ্যমিক পরীক্ষা থাকায় সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা ও স্কুল  শিক্ষক ও শিক্ষিকারা। রেলের আধিকারিকরা  ও মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ৷

    First published:

    Tags: Bengali News, Madhyamik Candidates, Madhyamik Exam, Rail Blocked