corona virus btn
corona virus btn
Loading

বাজেটে কাটছাঁট করে দুর্গতদের সাহায্য করার পরিকল্পনা পুজো কমিটিগুলির

বাজেটে কাটছাঁট করে দুর্গতদের সাহায্য করার পরিকল্পনা পুজো কমিটিগুলির

বানভাসি ঘাটাল। পুজোয় এবার চাঁদা তোলার ব্যস্ততা নেই। বরং বাজেটে কাটছাঁট করে দুর্গতদের সাহায্য করার পরিকল্পনা নিয়েছে পুজো কমিটিগুলি।

  • Share this:

#ঘাটাল: বানভাসি ঘাটাল। পুজোয় এবার চাঁদা তোলার ব্যস্ততা নেই। বরং বাজেটে কাটছাঁট করে দুর্গতদের সাহায্য করার পরিকল্পনা নিয়েছে পুজো কমিটিগুলি। প্লাবনের জেরে প্যান্ডেলের ভিতই তৈরি করা যায়নি। খাঁ খাঁ করছে কুমোরপাড়াও।

শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল ঘাটালের প্রতাপপুরে। নষ্ট হয়ে গিয়েছিল বহু ঘরবাড়ি। এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যস্ত দুর্গতরা। আর কয়েকদিন বাকি থাকলেও পুজোর আনন্দ এখনও পৌঁছয়নি ঘাটালে।

কুমোরপাড়াতেও বিচ্ছিন্নভাবে পড়ে মাটির মূর্তি, কাঠামো। কোথাও যেন ব্যস্ততার অভাব। হরিসিংহপুর , চাঁইপাট বা গোবিন্দপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে এবারে আর বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলছেন না সদস্যরা। পুজোর বাজেট কমিয়ে সেই টাকায় দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে পুজো কমিটিগুলি।

ঘাটালের কয়েকটি অঞ্চল থেকে জল নেমেছে। তবে এখনও জলমগ্ন দাশপুরের কয়েকটি গ্রাম। এই অবস্থায় নমো নমো করে পুজো সারবেন বলেই ঠিক করেছেন উদ্যোক্তারা।

First published: August 24, 2017, 10:39 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर