ধর্মঘটের অজুহাতে কাজে যোগ না দেওয়ায় বিপত্তি

ধর্মঘটের অজুহাতে কাজে যোগ না দেওয়ায় বিপত্তি ৷ শুক্রবার বামেদের ডাকা বন্ধ এর জেরে কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় গন্ডগোলের সূত্রপাত ৷

  • Last Updated :
  • Share this:

    #বাঁকুড়া: ধর্মঘটের অজুহাতে কাজে যোগ না দেওয়ায় বিপত্তি ৷ শুক্রবার বামেদের ডাকা বন্ধ এর জেরে কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় গন্ডগোলের সূত্রপাত ৷ বাঁকুড়া সদর থানার সামদাসপুরে মুরগীর খাবার তৈরির একটি বেসরকারী কারখানার ঘটনা।

    বন্ধের পরের দিন, শনিবার কাজে যোগ দিতে এলে কারখানায় ঢুকতে বাধা দেয় তৃনমূল কমী সর্মথকেরা। ঘটনার জেরে INTTUC এবং  CITU কর্মীদের মধ্যে বচসা বাঁধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ গত ১০ বছর ধরে খামারে সিটুর ৩৩ জন শ্রমিক কাজ করছেন ৷ গতকালের ধর্মঘটে সিটুর শ্রমিকরা কাজে যোগ দেয়নি ৷

    অভিযোগ, গতকাল বন্ধে citu র কমীরা কাজে যোগ দেয়নি ৷ পরিবর্ত হিসেবে তৃণমূল শ্রমিক সংগঠন কাজ চালায়। বাইরে থেকে কর্মী এনে কারখানার কাজ চালু রাখা হয়। তাই শনিবার কোন দলের কর্মীরা কাজে যোগদান করবে তা নিয়ে গন্ডগোল বাঁধে । আজ ফের সিটু শ্রমিকরা কাজে যোগ দিতে এলে সিটু শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেয় তৃণমূল ৷ আইএনটিটিইউসি-র দাবি, গতকাল যাঁরা কাজে যোগ দিয়ে কারখানা চালু রেখেছিলেন তাঁরাই কাজ চালিয়ে যাবেন। দু’পক্ষের বচসা রুখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী ৷ দু’পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

    First published:

    Tags: Bangla Khobor, Bankura, Bengali News, CITU, ETV News Bangla, INTTUC, Trade Union Strike