#দিনাজপুর: প্রশিক্ষণের পর জেলার প্রায় ২৫০ জন যুবক যুবতীর বেসরকারি সংস্থাতে কাজের ব্যবস্থা করে দিলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার। বর্ডার এলাকা উন্নয়ন তহবিলের অর্থে উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ৬০০ যুবক যুবতীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।
বিভিন্ন বেসরকারি সংস্থায় আজ তাদের প্লেসমেন্ট করা হল। যার মধ্যে রয়েছে কম্পিউটার ট্যালি, সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ সহ একাধিক প্রশিক্ষণ।
রায়গঞ্জ ও ইসলামপুর শহরের বেশ কয়েকটি জায়গায় প্রায় ৬০০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার পর তাদের বিভিন্ন সংস্থায় কাজে নিয়োগের ব্যাবস্থাও করেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার।
ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক, ভোডাফোন ও এয়ারটেল অফিসগুলোতে এই সব প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়েছে বলে জানান উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার রাঠোর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Jobs In Private Sector, New Jobs, Police Super Took Steps to Provide Jobs to Youth In Private Sector