Home /News /south-bengal /
অশান্ত এলাকায় শান্তি-সম্প্রীতি চেয়ে শান্তি মিছিল বারাসতে

অশান্ত এলাকায় শান্তি-সম্প্রীতি চেয়ে শান্তি মিছিল বারাসতে

অশান্ত এলাকায় শান্তি-সম্প্রীতি চেয়ে শান্তি মিছিল বারাসতে

 • Share this:

  #বারাসত: ধর্ম নয়। রাজনীতি নয়। চাই শান্তি । উত্তর ২৪ পরগণার মানুষের দাবি একটাই। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন থাকতেন, এখনও তেমনই থাকতে চান। কোনও গুজব, কোনও অশান্তিই যেন সম্প্রীতির আবহ নষ্ট না করে। শনিবার দুই সম্প্রদায়ের মানববন্ধনের পর রবিবার বারাসতের শান্তি মিছিল।

  যুবক সংঘ নামে বারাসতের একটি ক্লাবের উদ্যোগে এদিন সকালে বারাসতের চাঁপাডালি মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত একটি মিছিল বেরোয় ৷ এলাকার শান্তি চেয়ে মিছিলে হাঁটলেন প্রবীণরা ৷

  শান্তির চিরাচরিত ছবিটা আবারও দেখতে চাইছেন তাঁরা। এলাকায় রাজনৈতিক কোনও কর্মসূচি নয়। অশান্তি দূরে সরিয়ে ঐক্যের চেনা ছবি ফিরে এসেছে। খুলেছে দোকানপাট। চলছে ট্রেন। আরও দৃঢ় হোক মানববন্ধন। ভেদাভেদ চাইছে না কোনও সম্প্রদায়ই।

  First published:

  Tags: Baduria Clash, Basirhat Clash, Peace Rally

  পরবর্তী খবর