#পাঁশকুড়া: পাঁশকুড়া পুরভোটে হাইভোল্টেজ লড়াই দশ নম্বর ওয়ার্ডে। সেখানে প্রার্থী সুমনা মহাপাত্র। তিনি জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী। গতবারের কাউন্সিলরকে জেতাতে ময়দানে খোদ মন্ত্রী। স্ত্রী-র হয়ে প্রচারের পাশাপাশি দিচ্ছেন ভোটে জেতার টোটকাও। পুরভোটে স্ত্রী রেকর্ড মার্জিনে জিতবে বলে আশাবাদী মন্ত্রী।
১৫ বছর আগে এই ওয়ার্ডেই হেরেছিলেন। তারপর কংসাবতী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ভোটে জিতে মন্ত্রী হয়েছেন সৌমেন মহাপাত্র। আসন্ন পুরভোটে পাঁশকুড়ার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্ত্রী সুমনা মহাপাত্র। তাই প্রেস্টিজ ফাইট মন্ত্রী সৌমেন মহাপাত্রের কাছে।
দুই ছেলে-মেয়ে, স্বামীকে নিয়ে সংসার। বাবা ছিলেন নামকরা কংগ্রেস নেতা। আর স্বামী দুঁদে রাজনীতিক। মন্ত্রীও বটে। স্বামীর দেখানো পথেই ভোট বৈতরণী পার করার অপেক্ষায় সুমনা মহাপাত্র।
স্ত্রী রেকর্ড ভোটে জয়ী হবেন বলে আশাবাদী সৌমেন মহাপাত্র। ভোটের ময়দানে বিরোধী প্রার্থীরা সুমনা মহাপাত্রের থেকে বহু যোজন দূরে বলে দাবি তৃণমূল কর্মীদের। মন্ত্রী পত্নীর জয় নিশ্চিত, কিন্তু কত ভোটে ? তাই দেখান। এমনটাই দাবি সৌমেন অনুগামীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Councillor Vote, Minister for Water Resources, Panskura, কাউন্সিলর ভোট, সৌমেন মহাপাত্র