#বাঁকুড়া: বাঁকুড়ায় ফের হাতির হানায় মৃত্যু ৷ বাঁকুড়ার বড়জোড়ার বেলাসোল গ্রামের ঘটনা ৷ বড়জোড়া রেঞ্জের বেলাসোল গ্রামে হাতির হানায় মৃত্যু হল ফটিক বাউরি নামে স্থানীয় এক বাসিন্দার। শুক্রবার সকালে ভোরে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পাশের একটি পুকুরে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুটি হাতি তার উপর হামলা চালায়। জানা গিয়েছে, প্রায় আধ ঘন্টা ধরে ওই ব্যক্তির শরীর পায়ে পিষে, আছাড় মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় হাতিগুলি। পরে গ্রাম বাসীদের তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী কোচকুন্ডার জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গ্রামে গিয়েছে বন দফতর ও পুলিশ কর্মীরা। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। এলাকা থেকে হাতি গুলিকে অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ। একাধিকবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে চলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এর আগেও বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রাদুরবাইদ গ্রামে হাতির হানায় মৃত্যু হয় মলিন্দ মুর্মু নামে এক ব্যক্তির। গ্রাম থেকে কারখানায় কাজে করতে যাওয়ার পথে হামলা চালায় হাতি ৷ রাস্তার ওপর তিনটি হতির সামনে পড়ে যান ওই ব্যক্তি। পালাতে গেলে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরপর ওই এলাকায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে চলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। গঙ্গাজলঘাটি ব্লকে হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura Elephant Attack, Bengali News, Elephant Attack, ETV News Bangla, One died In Elephant Attack