#ঝাড়গ্রাম: ফের হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি ৷ মৃত ব্যক্তির নাম মনমথো মাহাতো ৷ রবিবার ঝাড়গ্রামের রাজডিহি জঙ্গলে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাবাসীরা ৷ সূত্রে খবর এদিন ভোর বেলায় পাঁচটি হাতি ঢুকে পড়ে গ্রামে ৷ এরপরই শুরু হয় তাণ্ডব ৷ হাতিগুলেকে তাড়ানোর চেষ্টা করে মনমথো মাহাতো ৷ সেি সময় দুর্ঘটনাটি ঘটে ৷ স্থানীয়দের অভিযোগ ঘটনার র অনেকটা সময় কেটে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি বনদফতরের আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Elephant Attack, Forest Department, One died In Elephant Attack