#আসানসোল: কার্বাইন আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করল আসানসোলের রানীগঞ্জ থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পুলিশ রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্র প্রসাদ নামে একজনকে গ্রেফতার করেছে।
ধৃতের কাছ থেকে একটি অত্যাধুনিক কার্বাইন আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত রাজেন্দ্র প্রসাদ অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। বিক্রির উদ্দেশ্যে বিহার থেকে এখানে এসেছিল সে । নমুনা হিসেবে এই কার্বাইন নিয়ে এসে ধরা পড়ে যায় বলে পুলিশ মনে করেছে । তবে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে আরও তথ্য জানাতে পারবে । এছাড়া এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।