#হাওড়া: হাওড়ার উদয়নারায়ণপুরে সহকর্মীর হাতে খুন হলেন একজন সিভিক ভলান্টিয়ার ৷ ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুরের পেঁড়ো এলাকায় ৷ নিহত সিভিক ভলান্টিয়ারের নাম জয়ন্ত সাঁতরা ৷ ডিজিটাল রেশন কার্ডে আত্মীয়ের নাম না থাকায় শুরু হয় বচসা, সেখান থেকেই খুন ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পলাতক ৷
গত দু’সপ্তাহ ধরে ডিজিটাল রেশন কার্ডের সমীক্ষার কাজ করছিলেন জয়ন্ত ও তাঁর সহকর্মী বাপ্পা পণ্ডিত ৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রেশন কার্ডের তালিকায় বাপ্পার মায়ের নাম না থাকায় শুরু হয় গোলমাল ৷ সব কিছুর জন্য জয়ন্তকে দোষারোপ করে বাপ্পা ৷ পাল্টা জবাব দেয় জয়ন্ত ৷ বচসা চলাকালীন মেজাজ হারিয়ে হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে জয়ন্তর উপর চড়াও হয় বাপ্পা ৷ ধারালো অস্ত্রের একের পর এক কোপে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে জয়ন্ত ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ৷ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷ মঙ্গলবার রাতে ভাঙচুর করা হয় বাপ্পার বাড়ি ৷ বাপ্পা পণ্ডিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ ৷ বাপ্পা-সহ তাঁর গোটা পরিবারই পলাতক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accused Escaped, Civic volunteer, Digital Ration Card, Murder