corona virus btn
corona virus btn
Loading

দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা, এই জায়গায় হিন্দুর উৎসবে মাতেন মুসলিমরাও

দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা, এই জায়গায় হিন্দুর উৎসবে মাতেন মুসলিমরাও
Agragami Sangha's Durga Puja In Burdwan

দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা। ধর্ম নয়, এখানে প্রাধান্য পায় উৎসব। আর তাই হিন্দুর উৎসবে মাতেন মুসলিমরাও।

  • Share this:

#বর্ধমান: দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা। ধর্ম নয়, এখানে প্রাধান্য পায় উৎসব। আর তাই হিন্দুর উৎসবে মাতেন মুসলিমরাও। একই রকম ভাবে ইদের সিমাই আসে হিন্দুর ঘরে। গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছে এরকম নানা নজির। সম্প্রীতির পুজোয় আজ পূর্ব বর্ধমানের ভাতারের অগ্রগামী সংঘ। প্রতি বছরই এখানে একসঙ্গে উৎসবে মাতেন দুই সম্প্রদায়ের মানুষ। বিজয়ার কোলাকুলির সঙ্গে ইদের আদাব, এখানে মিলেমিশে একাকার।

ইদ বা দুর্গাপুজো, কোনও বিভেদ নেই বর্ধমানের ভাতারের অগ্রগামী সংঘে। এখানে পুজো এবং পরব পালিত হয় একসঙ্গে। হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এখানে পুজোর আয়োজন করেন। অষ্টমীতে রাত জাগেন রহিম-রাজকুমার। নবমীতে নসরত-রাজেশ। সম্প্রীতির ছবি বর্ধমানের ভাতারে।

এবছর ছাব্বিশে পা দিল অগ্রগামী সংঘের পুজো। থিম এক টুকরে আফ্রিকা। তুলে ধরা হচ্ছে মাসাই জনজাতির খুটিনাটি।

ভাতারে হিন্দু-মুসলিমের বাস দীর্ঘদিনের। সুকুমার মণ্ডল বা বকুল শেখরা এখানে একসঙ্গে খেলাখূলা করে বড় হয়েছেন। স্কুলে পাশাপাশি বসে টিফিন ভাগ করে খেয়েছেন। ভাতার বাজারের অগ্রগামী সংঘের পুজো কমিটিতে রয়েছেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই।

অগ্রগামী সংঘের সাংস্কৃতিক সম্পাদক বকুল শেখ। পুজোর আয়োজনে ব্যস্ত তিনি। নাওয়া খাওয়া ভুলে পুজো নিয়েই ব্যস্ত বকুল।

ইট কিংবা দুর্গাপুজো। সফল করতে একসঙ্গেই কাজ করেন সকলে। ইদের লাচ্চা কিংবা সিমাই রীতি মেনে পৌঁছে যায় হিন্দুর ঘরে। আবার দুর্গাপুজোর অন্নভোগ পরম তৃপ্তিতে বাড়ি নিয়ে যান আমিনা, সুলতানারা।

দুর্গাপুজোর পরই মহরম। উ‍ৎসবের আমেজ ভাতারের অগ্রগামী সংঘে।

First published: September 19, 2017, 6:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर