#পূর্ব মেদিনীপুর: উচ্ছৃঙ্খল ছেলেকে শিক্ষা দিতে ভাড়াটে খুনি লাগিয়েছিলেন বাবা। পূর্ব মেদিনীপুরের কাঁথির পূর্ব পুরুষোত্তমপুরের ঘটনায় পাঁচ দিনের পুলিশে হেফাজত হয়েছে অভিযুক্ত বাবা অশোক দ্বীবেদীর। এবার গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চায় জেলা পুলিশ।
বুধবার দিনভর বৃষ্টির কারণে ঘটনার পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি, তবে বৃহস্পতিবার ওই এলাকায় যাচ্ছে জুনপুট কোস্টাল থানার পুলিশ এবং জেলা পুলিশের কয়েকজন আধিকারিক। অভিযুক্ত বাবা এবং দুই সুপারি কিলার জয়দেব মাইতি এবং দেবদুলার মাইতিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে। তারাই দেখাবে, কীভাবে সেদিন ওই অশোকবাবুর উচ্ছশৃঙ্খল ছেলে অনিমেষ দ্বিবেদীকে খুন করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, খুনের আগে কাঁথির দেশপ্রাণ বল্করে আদাবেড়িয়াতে ডাকা হয় ওই যুবককে। সেখানে তারা একসঙ্গে বসে মদ্যপানও করে। গোটা ঘটনাই পুনর্নির্মাণ করে দেখাবে তারা।
বখাটে ছেলেকে বশে আনতে না পেরে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। গত ৬ মার্চ কাঁথির পুরুষোত্তমপুরে অনিমেষ দ্বিবেদী নামে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অনিমেষের দেহ মেলার পরেও, কোনও অভিযোগ দায়ের না হওয়ায় সন্দেহ জাগে পুলিশের।
সেই সূত্র ধরে এগোতেই পুলিশের সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ ছেলের খুনের পিছনে রয়েছে স্বয়ং বাবা ৷ শেষমেষ ষড়যন্ত্রের নায়ক ও দুই সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, সাফল্যের হাসিতে মুখ চওড়া হওয়ার আগে গোটা ঘটনার নাটকীয়তা চমকে দিয়েছে তদন্তকারীদেরও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Father Murdered Son, Indicpline Son, Reconstruction Of Murder Scene, Supari Killers