#বহরমপুর: প্রসূতি মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাবিমা বিবি নামে এক মহিলা ৷ কিন্তু প্রসবের সময় ওই মহিলার মত্যু হয় ৷ এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ হাতাহাতি শুরু হয় মৃত ওই প্রসূতির আত্মীয় ও কলেজের জুনিয়র ডাক্তার এবং নার্সদের মধ্যে ৷ ভাঙচুর করা হয় হাসপাতাল চত্বর ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampur